এইমস (AIIMS) অর্থাৎ All India Institute of Medical Sciences থেকে গ্রুপ-C কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এই চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে, এক্ষেত্রে লিখিত কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে উক্ত পদের জন্য নিয়োগ করা হবে।
তাই যারা এই এমস (AIIMS Group C) চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, পদ, বয়সসীমা, ইন্টারভিউয়ের তারিখ ইন্টারভিউ এর স্থান ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি জেনে নেবেন। নিচে এই বিষয়ে আমরা বিস্তারিত জানিয়ে দিয়েছি।
AIIMS Group-C Recruitment
নিয়োগের তথ্য (Recruitment Details)
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: AIIMS/RES(07)/2020/467
নোটিশ প্রকাশের তারিখ: 01.09.2022
পদের নাম:
ল্যাবরেটরি টেকনিশিয়ান-III (Laboratory Technician-III)
বেতন (Salary):
প্রতিমাসে 20 হাজার টাকা +16%HRA
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণী যেমন এসসি, এসটি, ওবিসি এরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
Medical laboratory Technology বিষয়ে B.Sc ডিগ্রি থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং Medical Laboratory Technology তে দুই বছরের ডিপ্লোমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করে উক্ত পদের জন্য নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের এর তারিখ: 21.09.2022
ইন্টারভিউয়ের সময়: সকাল 10.00 টার সময় ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউয়ের এর স্থান: Research Section, Room No. C-116, First Floor,
Medical College Building, All India Institute of Medical Sciences, Jodhpur.
ইন্টারভিউয়ের দিন করণীয়:
(1) ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে একটি বায়োডাটা নিয়ে যেতে হবে। বায়োডাটার ফর্মটি অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে দেওয়া আছে।
(3) তাই যারা এই চাকরির জন্য আবেদন করতে চাই তাদেরকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নোটিশ থেকে বায়োডাটার ফর্মটি প্রিন্ট করতে হবে।
(3) বায়োডাটার ফর্ম প্রিন্ট করার পর সেটি আবেদনকারীকে তার সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
(4) এই বায়োডাটা এবং দরকারি সমস্ত ডকুমেন্ট গুলিকে নিয়ে ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে উপস্থিত হতে হবে।
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক কর্মী নিয়োগ