মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরি, ৩২ হাজার টাকা সহ বিভিন্ন স্কেলে বেতন | Air India Airport Services Limited Recruitment

Air India Airport Services Limited Recruitment

এয়ার ইন্ডিয়ায় এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড (Air India Airport Services Limited) এর তরফে একশোরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ এবং অন্যান্য যোগ্যতায় সমস্ত যোগ্য ভারতীয়রা এখানে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে। লিখিত কোনো পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শূন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে একে একে দেখে নিন।

পোস্টের নাম, শূন্যপদ, যোগ্যতা এবং নিয়োগের অন্যান্য তথ্য

1. পোস্টের নাম- ডিউটি অফিসার (Duty Officer) 

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে স্নাতক ডিগ্রী পাশ করে থাকতে হবে। সাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 50 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 32,000 টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 03rd April, 2023 তারিখে সকাল 09:30 থেকে 12:30
অবধি ইন্টারভিউ নেওয়া হবে। 

2. পোস্টের নাম- জুনিয়র অফিসার- প্যাসেঞ্জার (Jr. Officer – Passenger) 

শূন্যপদ- এখানে 1 শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে স্নাতক ডিগ্রী পাশ করে থাকতে হবে। সাথে 9 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, স্নাতকের সাথে MBA ডিগ্রি থাকতে হবে, সাথে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 25,300 টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 03rd April, 2023 তারিখে সকাল 09:30 থেকে 12:30
অবধি ইন্টারভিউ নেওয়া হবে।

3. পোস্টের নাম- জুনিয়র অফিসার- টেকনিক্যাল (Jr. Officer- Technical) 

শূন্যপদ- এই পদের জন্য 1 শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের Mechanical / Automobile / Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering এ স্নাতক হতে হবে। সাথে Heavy Motor Vehicle (HMV) থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 25,300 টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 03rd April, 2023 তারিখে সকাল 09:30 থেকে 12:30
অবধি ইন্টারভিউ নেওয়া হবে।

4. পোস্টের নাম- কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ (Customer Service Executive) 

শূন্যপদ- এখানে 16 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের স্নাতক পাশ হতে হবে, এর সাথে কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে। ইংরেজি এবং হিন্দীতে ভালো দক্ষতাও থাকা প্রয়োজন।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 21,300 টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 04th April, 2023 তারিখে সকাল 09:30 থেকে 12:30
অবধি ইন্টারভিউ নেওয়া হবে।

5. পোস্টের নাম- র‍্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ (Ramp Service Executive) 

শূন্যপদ- এখানে 18 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের Mechanical/Electrical/ Production / Electronics/ Automobile এ ডিপ্লোমা পাশ হতে হবে, এর সাথে কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে। হিন্দীতে ভালো দক্ষতাও থাকা প্রয়োজন। সাথে Heavy Motor Vehicle (HMV) থাকা প্রয়োজন।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 21,300 টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 05th April, 2023 তারিখে সকাল 09:30 থেকে 12:30
অবধি ইন্টারভিউ নেওয়া হবে।

6. পোস্টের নাম-  ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার (Utility Agent Cum Ramp Driver) 

শূন্যপদ- এখানে 16 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে, সাথে Heavy Motor Vehicle (HMV) থাকা প্রয়োজন।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 19,350 টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 05th April, 2023 তারিখে সকাল 09:30 থেকে 12:30
অবধি ইন্টারভিউ নেওয়া হবে।

7. পোস্টের নাম- হ্যান্ডিম্যান (Handyman) 

শূন্যপদ- এখানে 16 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে, সাথে ইংরেজি এবং হিন্দী লিখতে, পড়তে জানতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 17,520 টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 06th এবং 07th April, 2023 তারিখে সকাল 09:30 থেকে 12:30 অবধি ইন্টারভিউ নেওয়া হবে।

নিয়োগের স্থান

DR. BABASAHEB AMBEDKAR INTERNATIONAL AIRPORT, NAGPUR- এ প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অফিসিয়াল নোটিশের শেষে একটি আবেদন পত্র (PDF) দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে এবং সাথে 500 টাকা আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ এর স্থান

Hotel Adi Plot no:05,Near Indian Oil Petrol Pump Airport Road Nagpur 440025.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇