এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) এর তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant Recruitment) সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতের সাউদার্ন রিজিয়ন অর্থাৎ দক্ষিণ বিভাগের জন্য এই নিয়োগ করা হবে।
প্রথমেই জানিয়ে রাখি, এটি অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি তাই পশ্চিমবঙ্গের সব জেলার চাকরিপ্রার্থীরাই তাদের যোগ্যতা অনুযায়ী এই চাকরির বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এর মতো পদে চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিরা চাইলে এতে আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া দরকার।
Airport Authority of India Junior Assistant Recruitment 2022
নোটিশ নম্বর: SR/01/2022
নোটিশ প্রকাশের তারিখ: 01.09.2022
আবেদনের মাধ্যম: অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য
(1) পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ফায়ার সার্ভিস (Junior Assistant- Fire Service)
বেতন- প্রতি মাসে 31,000 থেকে 92,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস হতে হবে সেই সাথে কমপক্ষে 50 শতাংশ নম্বর পেয়ে মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ার বিষয়ে রেগুলার ডিপ্লোমা করা থাকতে হবে অথবা 50 শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
শূন্যপদ- 132 টি
(2) পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- অফিস (Junior Assistant- Office)
বেতন- প্রতি মাসে 31,000 থেকে 92,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে সেই সঙ্গে কম্পিউটারের প্রতি মিনিটে 30 টি ইংরেজি শব্দ অথবা 25 টি হিন্দি শব্দ টাইপ করতে পারতে হবে।
শূন্যপদ- 10 টি
(3) পদের নাম- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট- অ্যাকাউন্টস (Senior Assistant- Accounts)
বেতন- প্রতি মাসে 36,000 থেকে 1,10,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- B.Com গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সেই সাথে 3 থেকে 6 মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করতে হবে।
শূন্যপদ- 13 টি
(4) পদের নাম- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট- অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (Senior Assistant- Official Language)
বেতন- প্রতি মাসে 36,000 থেকে 1,10,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন লেভেলে হিন্দি বিষয়ে মাষ্টার ডিগ্রী থাকতে হবে সেই সাথে ইংরেজি বিষয় অন্তর্ভুক্তি হতে হবে।
শূন্যপদ- 1 টি
বয়সসীমা:
উপরের প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করা হবে 25 আগস্ট 2022 তারিখ অনুযায়ী।
বয়সের ছাড়:
- SC, ST শ্রেণিরা 5 বছরের।
- OBC শ্রেণীরা 3 বছরের।
- এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীনের কর্মচারীরা 10 বছরের ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট সহ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদের জন্য চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন। নোটিশের 7 নম্বর পেজে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া:
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AIRPORTS AUTHORITY OF INDIA) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
ওয়েবসাইট ওপেন করে Career সেকশন এ ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে Recruitment লেখার উপর ক্লিক করলে আরো একটি নতুন পেজ খুলবে সেখানে আবেদন করার লিংক দেখা যাবে।
ওই আবেদন করার লিংকে ক্লিক করলে সরাসরি আবেদন করার মেন পেজ ওপেন হবে।
👍 আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার অফিসিয়াল লিংক দেওয়া হয়েছে। ওই লিংকটিতে ক্লিক করে খুব সহজেই আবেদন করার পেজ ওপেন করে আবেদন শুরু করা যাবে।
আবেদন ফি:
(1) UR, OBC, EWS শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা।
(2) ST, SC, PwD, Ex-servicemen এবং মহিলাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।
(3) তবে সকল শ্রেণীর আবেদনকারীদের জন্য 90 টাকা হেলথ এবং হাইজিন অ্যারেঞ্জমেন্ট এর জন্য চার্জ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 01.09.2022 |
আবেদন শুরু | 01.09.2022 |
আবেদন শেষ | 30.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের সরকারি স্কুলে গেস্ট টিচার নিয়োগ