এয়ারপোর্টে জুনিয়র কনসালটেন্ট এর চাকরি, মাসিক বেতন ৫০ হাজার

Airports Authority of India Junior Consultant Recruitment

এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) অর্থাৎ AAI এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে AAI এর আঞ্চলিক অফিসগুলিতে জুনিয়র কনসালটেন্ট পদে নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে। নিয়োগের সম্পর্কে বিশদ জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

যে পদে নিয়োগ হবে

জুনিয়র কনসালটেন্ট (Junior Consultant) 

শূন্যপদ

শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

দরকারি যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের, PSU /AAI এর E3/E4/E5 লেভেলের প্রাক্তন কর্মচারী হতে হবে। অথবা অবসরপ্রাপ্ত IAF/Indian Army/Indian Navy officials হতে হবে, সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

70 বছর বয়স পর্যন্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের মাসিক 50,000 টাকা করে দেওয়া হবে এখানে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থায়িত্ব

এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান

বোকারো, বার্নপুর, ক্যাম্পবেল বে, কার নিকোবর, কোচবিহার, দুমকা, পাকিয়ং এবং শিবপুর – এ নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশ এর 4 নং পাতায় আবেদন পত্রটি রয়েছে। আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে ফিলাপ করে নিয়ে তার সাথে ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জুড়ে দিয়ে স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে মেল করতে হবে নীচের মেল আইডিতে।

আবেদন পাঠানোর মেল আইডি

[email protected]

আবেদনের সময়সীমা

12.05.2023 তারিখের মধ্যে আবেদনপত্রের পিডিএফ ফাইল উপরের ইমেলে পাঠাতে হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇