পশ্চিমবঙ্গের আল-আমিন মিশন (Al-Ameen Mission)-এ রেসিডেন্ট টিচার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই চাকরির প্রতিবেদন। রাজ্যের আল-আমিন মিশনের বিভিন্ন শাখার স্কুলে এই নিয়োগটি করা হবে। মূলত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা এবং ইংলিশ মিডিয়ামের বিভিন্ন ক্যাম্পাসে রেসিডেন্ট টিচার পদে চাকরি দেওয়া হবে।
তাই রাজ্যের যে সমস্ত ছেলে-মেয়েরা নিজেদের শিক্ষকতার সাথে যুক্ত করতে চাই তাদের জন্য এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্কুলে চাকরির সুবর্ণ সুযোগ। এ নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য নিচে আমরা এক এক করে জানিয়েছি। আপনি যদি আবেদন করতে চান তাহলে ভালো করে জেনে নিয়ে তারপর আবেদন করবেন।
Al-Ameen Mission Urgent Recruitment 2022
পদের নাম:
রেসিডেন্ট টিচার্স (Resident Teachers)
যে সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে:
- ফিজিক্স (Physics)
- কেমিস্ট্রি (Chemistry)
- বায়োলজি (Biology)
- গণিত (Mathematics)
- ইংরেজি (English)
- সোশ্যাল স্টাডিজ- ইতিহাস, ভূগোল (Social Studies- History, Geography)
- কম্পিউটার (Computer)
- হিন্দি (Hindi)
মাসিক বেতন:
আবেদনকারী প্রার্থীর সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন ঠিক করা হবে।
বয়সসীমা:
১৮ বছর বয়সের বেশি চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রী পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এই সমস্ত যোগ্যতার সাথে বিএড (B.Ed) অথবা অন্য কোন ট্রেনিং কোর্স করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
শূন্যপদ:
নিয়োগের বিজ্ঞপ্তিতে শূন্যপদ সংক্রান্ত কোন তথ্য জানানো হয়নি। নির্দিষ্ট স্কুল কর্তৃপক্ষ থেকে এই বিষয় জানা যাবে।
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ এবং ডেমো ক্লাস এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
যে সমস্ত ক্যাম্পাসে নিয়োগ করা হবে:
(1) ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস (V-XII)
- Lalbagh, Murshidabad (Boys)
- Budge Budge, S 24 Pgs (Boys)
(2) বাংলা মিডিয়াম ক্যাম্পাস (V-XII)
- Belpukur, Dakshin Dinajpur (Boys and Girls)
- Hariharpara, Murshidabad (Girls)
- Dubrajpur, Birbhum (Boys)
- Papuri, Birbhum (Girls)
- Hasnecha, Birlamore, South 24 Pgs. (Girls)
- Budge Budge, Birlamore, South 24 Pgs. (Girls)
আবেদন প্রক্রিয়া:
(1) ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অনলাইনে ইমেইলে তাদের বায়োডাটা অর্থাৎ Resume পাঠিয়ে দিয়ে আবেদন করতে পারবে।
(2) আবেদনকারীকে তার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা কোন অভিজ্ঞতা থাকলে তাও উল্লেখ করে একটি বায়োডাটা (Resume) বানাতে হবে।
(3) তারপর সেই বায়োডাটাটিকে একটি পিডিএফ (PDF) ফাইলে কনভার্ট করে নিতে হবে। Resume এর পিডিএফ টিকে সরাসরি নিচের দেওয়া ইমেইলে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বায়োডাটা (Resume) পাঠানোর ইমেইল:
আবেদন করার শেষ তারিখ: 31.12.2022 (31 ডিসেম্বর 2022)
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 লিখিত পরীক্ষা ছাড়া অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট পদে চাকরি
🎯 রাজ্যে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি
🎯 কোচিং সেন্টারে ১২ ঘন্টায় ৩ পড়ুয়ার আত্মহত্যা
🎯 রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য ৭ দফা নির্দেশিকা জারি