প্রাথমিক শিক্ষকদের বিশেষ কোর্স করিয়ে চাকরি বাঁচাবে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২০২০ সালে যারা প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তাঁদের প্রায় ৮০ শতাংশই B.ED ডিগ্রি দেখিয়ে চাকরি পান।
কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বিএড ডিগ্রিধারীরা আর প্রাথমিকে শিক্ষকতা করার জন্য যোগ্য নন। এর জন্য থাকতে হবে D.ED বা D.EL.ED ডিগ্রি। এরপরই হাজার হাজার প্রাথমিক শিক্ষককে ডিএলএড কোর্স করানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গোটা বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে হবে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে চাকরি যাওয়ার আতঙ্ক থেকে মুক্ত হয়েছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। যদিও এরই মধ্যে প্রবল হতাশ হয়ে পড়েছিলেন অনেকে। ভেবেছিলেন চাকরি পাওয়ার তিন বছরের মধ্যেই বুঝি সব শেষ হয়ে গেল। কারণ সপ্তাহখানেক আগে একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে D.EL.ED বা D.ED ডিগ্রি থাকতেই হবে।
বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা এক্ষেত্রে কোনরকম ছাড় পাবেন না, তাঁদের প্রশিক্ষণহীন বলেই বিবেচনা করা হবে বলেও নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের। এবার কোনও B.ED প্রশিক্ষণপ্রাপ্ত যদি একই সঙ্গে D.EL.ED বা D.ED কোর্স করে থাকেন তবে অবশ্য তিনি প্রাথমিকে চাকরি করতে পারবেন।
সুপ্রিম কোর্টের এই রায় জানাজানি হতেই আতঙ্কে ভুগতে শুরু করেন রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক। কারণ ২০২০ সালে যারা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন তার ৮০ শতাংশই B.ED ডিগ্রি দেখিয়ে চাকরি পান। কারণ সেই সময় B.ED থাকলেই প্রাথমিকে আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল। ফলে এই বিপুলসংখ্যক শিক্ষক D.EL.ED বা D.ED কোর্স না করেই সরকারি চাকরি পেয়ে গিয়েছিলেন।
কিন্তু সুপ্রিম কোর্টের এই নতুন নির্দেশের ফলে তাঁদের চাকরি প্রশ্নের মুখে পড়ে যায়। এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষকের চাকরি বাঁচাতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দফতর ঠিক করেছে ২০২৩-২৫ শিক্ষাবর্ষেই এই প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের D.EL.ED কোর্স করানো হবে।
কর্মরত প্রাথমিক শিক্ষকদের স্বস্তি দিতে গত ২২ অগস্ট রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে চিঠি লিখেছেন। সেখানে ডিএলএড প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে।
সরকারের চিঠি পাওয়ার পরই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সূত্রের খবর এই তালিকা দেখেই প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারের এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বেঁচেছে রাজ্যের হাজার হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 দীর্ঘ ৭ বছর পর SSC শিক্ষক নিয়োগের আপডেট! রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি
👉 সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
👉 চলতি ২০২৩ সালেও হচ্ছে টেট পরীক্ষা! কবে বিজ্ঞপ্তি বেরোবে?
👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি
👉 উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে দূরদর্শন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি