পশ্চিমবঙ্গে এলাহাবাদ (Allahabad) ব্যাংকে গ্রুপ-D পদে লোক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিকের কম যোগ্যতা এমনকি নিরক্ষর বা অশিক্ষিতরাও আবেদন করতে পারবে। রাজ্যের তিনটে জেলায় পার্ট টাইম সুইপার পদে এই নিয়োগ করানো হবে। চলুন তাহলে এইবার উক্ত চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত বিষয় একে একে জেনে নেওয়া যাক।
Allahabad Bank Group D Part Time Sweeper Recruitment 2021
বিজ্ঞপ্তি নম্বরঃ PNB/Comalda/HRD/ADV/21
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ পার্ট টাইম সুইপার (Part Time Sweeper)
বেতনঃ প্রতি মাসে 14,500 থেকে 28,145 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
01.07.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-24 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে ST, SC শ্রেণিরা ৫ বছরের, OBC শ্রেণিরা ৩ বছরের, প্রতিবন্ধীরা ১৩ বছরের ছাড় পাবে।
যোগ্যতাঃ
এই চাকরির জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিকের কম শিক্ষিত হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে না। শুধু তাই নয় কোনো নিরক্ষর বা অশিক্ষিত ব্যাক্তিও এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
যে ৩ টি জেলায় নিয়োগ করা হবেঃ
(1) মালদা
(2) উত্তর দিনাজপুর
(3) দক্ষিণ দিনাজপুর
জেলাভিত্তিক শুন্যপদঃ
(1) মালদা- 16 টি (UR-7, SC-4, ST-1, OBC-2, EWS-2)
(2) উত্তর দিনাজপুর- 2 টি (UR-1, OBC-1)
(3) দক্ষিণ দিনাজপুর- 3 টি (UR-1, SC-1, OBC-1)
বিঃদ্রঃ যে যে জেলায় নিয়োগ করা হচ্ছে আবেদনকারীকে ঐ নির্দিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
মোট শুন্যপদঃ
তিনটে জেলায় মোট 21 টি শুন্যপদ রয়েছে।
নিয়োগ প্রক্রিয়াঃ
আবেদনকারীদের বয়স এবং শিক্ষাগত সূচকের ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ নেওয়া হবে না।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে তার বেশ কিছু তথ্য দিয়ে A4 পেজে একটি অ্যাপ্লিকেশন আকারে বানিয়ে নিতে হবে। ঐ অ্যাপ্লিকেশনটির সঙ্গে আবেদরকারীকে তার বেশ কিছু ডকুমেন্ট জুড়ে দিতে হবে। তারপর সেগুলি খামে ভরে একটি ঠিকানায় পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে কি কি তথ্য দিতে এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া রইল।
A4 পেজে যেসমস্ত তথ্য পূরন করতে হবেঃ
- আবেদনকারীর নাম (বড় অক্ষরে)
- পিতা/স্বামীর নাম
- স্থায়ী ঠিকানা
- মোবাইল নম্বর
- ইমেল
- শিক্ষাগত যোগ্যতা (প্রমান সহ)
- শ্রেণি (প্রমান সহ)
- জন্ম তারিখ
- বয়স (01.07.2021 তারিখ অনুযায়ী)
- প্যান নম্বর
- ডান দিকের উপরে পাসপোর্ট সাইজের ছবি
- এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (যদি থাকে)
- সম্পূর্ণ স্বাক্ষর এবং তারিখ
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট দিতে হবেঃ
(1) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(2) স্কুল লিভিং সার্টিফিকেট
(3) আঁধার কার্ড এবং ভোটার কার্ড
(4) বাসিন্দা (Domicile) সার্টিফিকেট
(5) কাস্ট সার্টিফিকেট (SC, ST, OBC দের ক্ষেত্রে)
(6) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড (যদি থাকে)
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
ডেপুটি সার্কল হেড- সাপোর্ট (চিফ ম্যানেজার), এইচ আর ডি ডিপার্ট্মেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কল অফিস মালদা, নজরুল সরণী, ইংলিশবাজার থানার কাছে, ২য় তল, মালদা- ৭৩২১০১
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 01.12.2021 |
আবেদন শুরু | 01.12.2021 |
আবেদন শেষ | 15.12.2021 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।