Ambani Scholarship 2023: আম্বানি স্কলারশিপে আবেদন করলে মিলবে 41 হাজার টাকা পর্যন্ত বৃত্তি

Ambani Scholarship 2023 Application in Bengali

আম্বানি স্কলারশিপ (Ambani Scholarship) এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশনার খরচ দেওয়া হচ্ছে। মেধাবী অথচ দরিদ্র ছাত্র ছাত্রীরা যাতে আর্থিক সমস্যার কারণে পড়াশোনা বন্ধ করে না দেয়, তার জন্য দেশজুড়ে নানান স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। মূলত মেধাবী, নিম্নবিত্ত পড়ুয়াদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সহায়তা করার জন্যই বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। এমনই একটি স্কলারশিপ হলো আম্বানি স্কলারশিপ (Ambani Scholarship)

এর পুরো নাম হল ধীরুভাই আম্বানি স্কলারশিপ প্রোগ্রাম। এর আওতায় প্রতিবছর দেশের অনেক শিক্ষার্থী বেশ বড়ো অংকের আর্থিক বৃত্তি পেয়ে থাকেন। এখানে আবেদন করার জন্য কিছু যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয় প্রার্থীদের। এই স্কলারশিপ সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আম্বানি স্কলারশিপ ফাউন্ডেশন

এই আম্বানি স্কলারশিপ প্রোগ্রামটি রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে দেওয়া হয়ে থাকে।

আম্বানি স্কলারশিপে আবেদনকারীর যোগ্যতা

রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে দেওয়া ধীরুভাই আম্বানি স্কলারশিপে আবেদন করতে হলে নীচের যোগ্যতা গুলি থাকতে হবে :

(1) দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

(2) আবেদনকারী প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করার পর যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি/কলেজে কোনো ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে থাকতে হবে।

(3) আবেদনকারী প্রার্থীর বয়স 20 বছরের মধ্যে হতে হবে।

(4) আবেদনকারী প্রার্থীর পরিবারের মোট বার্ষিক আয় হতে হবে সাড়ে 4 লাখ টাকার নিচে। তবে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বার্ষিক আয়ের কোনো সীমা রাখা হয়নি।

আম্বানি স্কলারশিপের আবেদন পদ্ধতি

  • অনলাইনে আবেদন করার জন্য ধীরুভাই আম্বানি স্কলারশিপ প্রোগ্রাম এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
  • এরপর প্রার্থীদেরকে ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে।
  • এরপর লগইন করতে হবে। লগইন করার পর আপনার সামনে একটি নতুন অনলাইন আবেদনের পেজ খুলে যাবে, সেখানে নিজের যাবতীয় তথ্যাদি দিতে হবে। প্রয়োজনীয় ফটো/ স্ক্যান করে আপলোড করতে হবে এই পর্যায়ে।
  • এরপরে, সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করুন।

আম্বানি স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

ধীরুভাই আম্বানি স্কলারশিপ প্রোগ্রাম এর আওতায় আবেদন জানাতে গেলে যেসব ডকুমেন্ট লাগবে, তা হল-

1. আবেদনকারীর উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট

2. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট

3. ফ্যামিলি ইনকামের প্রুফ সার্টিফিকেট

4. রঙিন পাসপোর্ট সাইজের ছবি 

5. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ডকুমেন্ট

আম্বানি স্কলারশিপে বৃত্তির (টাকার) পরিমাণ

ধীরুভাই আম্বানি স্কলারশিপ প্রোগ্রাম এর আওতায় পড়ুয়াদের সর্বোচ্চ 41,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট- Click Here

Previous articleপশ্চিমবঙ্গ সরকারের WBSETCL-এ চাকরি, রাজ্যের বাসিন্দা হলেই আবেদন করা যাবে
Next articleকৃষি বিজ্ঞান কেন্দ্রে চাকরি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন চলছে | OUAT Krishi Vigyan Kendra Recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here