রাজ্যে আবারও এক নতুন চাকরির খবর। সম্প্রীতি রাজ্যের আনন্দধারা প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ছে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে প্রার্থীর আবেদন করতে পারেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে পারবে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আনন্দধারা প্রকল্পে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা মাসিক বেতন বয়সসীমা শূন্যপদ নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ 394/1(2)
নোটিশ প্রকাশের তারিখঃ 08.06.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কমিউনিস্ট রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন বা CRP EP
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
- শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে যেকোনো বিষয়ে স্নাতক ব্যক্তি অগ্রাধিকার পাবেন।
- গণিত এবং ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ
- আবেদনকারীকে কমপক্ষে তিন বছর পুরনো আনন্দধারা আওতায় গঠিত স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
- বাংলায় বা স্থানীয় ভাষায় লেখা ও কথা বলার এবং ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।
- স্মার্টফোন ব্যবহারে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
- কম্পিউটার চালানোর ওপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং MS Word & Excel এর কাজ জানতে হবে।
- পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের অন্তর্গত নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ
আবেদনকারী প্রার্থীদের তিনটি পর্যায় বাছাই করা হবে। যথা –
- লিখিত পরীক্ষা।
- কম্পিউটার টেস্ট।
- মৌখিক পরীক্ষা।
আবেদন পদ্ধতিঃ
- উক্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলো যোগ করতে হবে।
- শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় পোস্ট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষক যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট।
- আবেদনপত্রের সঙ্গে বায়ো ডাটা ব্লক আনন্দধারা অফিসের নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে।
- পঞ্চায়েত স্বীকৃত স্থায়ী বসবাসের প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.06.2022 |
আবেদন শুরু | 08.06.2022 |
আবেদন শেষ | 30.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের কলেজে গ্রুপ C এবং গ্রুপ D চাকরি
- গ্রুপ D অর্ডারলি, নাইট গার্ড নিয়োগ
- NRDC তে বিভিন্ন পদে নিয়োগ