রাজ্যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ

Anganwadi Helper Recruitment 2023

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দার্জিলিং জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্র গুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন।

এই পদগুলি স্বেচ্ছা সেবামূলক। এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও, তাঁরা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 105/ICDS/DJ-PUL/23

নোটিশ প্রকাশের তারিখ- 09/11/2023

যে পদে নিয়োগ করা হবে

অঙ্গনওয়াড়ি সহায়িকা

শূন্যপদ

এখানে মোট 25 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা সকল মহিলা প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রী থাকলেও এখানে আবেদন করা যাবে। এর সাথে, শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা

01/01/2023 তারিখের হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

দার্জিলিং জেলার বাদামতাম, রঙ্গীত, দাবাইপানি, দার্জিলিং ইত্যাদি এলাকার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 4 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।

ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

To, Block Development Officer Office of The Block Development Office Darjeeling Pulbazar Development Block P.O.-Bijanbari, Dist.-Darjeeling.
PIN-734201

আবেদনের সময়সীমা

05/12/ 2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে CMOH অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, 19 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি, 30 হাজার টাকা মাসিক বেতন

👉 চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 50 হাজার টাকা মাসিক বেতন

👉 কৃষি গবেষণা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articleরাজ্যে CMOH অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articlePrimary Recruitment Scam: পশ্চিমবঙ্গের এই দুই জেলায় সবথেকে বেশি চাকরি বাতিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here