অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নিয়মে বদল, পাল্টে গেলো শিক্ষাগত যোগ্যতা

Anganwadi karmi recruitment educational qualification rules change

1/5: বর্তমানে রাজ্যের বেশ কয়েকটি জেলায় অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। এই সমস্ত নিয়োগ গুলির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ধরা হয়েছে 45 বছর এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যথাক্রমে নূন্যতম অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশ। তবে এবার এই নিয়মে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার

2/5: কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা কমিয়ে 35 বছর করতে হবে। শুধু বয়সের উর্দ্ধসীমা কমিয়ে দেওয়ায় নয়, বদলানো হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের শিক্ষাগত যোগ্যতাও।

3/5: কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি গুলিতে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই দুই ধরণের পদের জন্য নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের।

4/5: এই নিয়ম খুব শীঘ্রই রাজ্যে বলবৎ করতে চলেছে কেন্দ্র। তবে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমায় বদল আনার ফলে কর্মসংস্থানের হার অনেকাংশে কমে যাবে। তাই স্বাভাবিকভাবেই রাজ্য সরকার কেন্দ্রের এই নিয়ম মানতে নারাজ। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রকে চিঠি পাঠাবেন বলেজানা গিয়েছে।

5/5: কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত নিয়ম বদল প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা সংবাদ মাধ্যমে বলেন, এই নয়া নিয়ম চালু হলে, অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হবেন রাজ্যের প্রান্তিক মানুষেরা। তাই তাঁর বক্তব্য, ‘সবদিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ 

👉 ১১ হাজার শূন্যপদের প্যানেল থেকে B.Ed-দের কি বাদ দেওয়া হবে? কি বলছে প্রাইমারি পর্ষদ?

👉 রাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি

👉 ফুড SI এর ফর্ম ফিল আপ কত তারিখে শুরু হবে? জারি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি

👉 রাজ্যে IIT খড়্গপুরে AI কোর্সে ভর্তি চলছে, কোর্স করেই চাকরির সুযোগ

👉 THDC কোম্পানিতে সেক্রেটারি পদে চাকরি

Previous articleভারতের সেরা ৮ টি বেশি বেতনের সরকারি চাকরি, কি কি চাকরি জেনে নিন
Next articleইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-C পদে চাকরি, 29 আগস্ট পর্যন্ত আবেদন চলবে | Indian Coast Guard Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here