রাজ্য সরকারের মহিলা ও শিশু কল্যান দফতরের অধীনে উত্তরবঙ্গের অনেক গুলি অঙ্গনওয়াড়িতে কর্মী ও হেল্পার পদে নিয়োগ করা হবে। ক্লাস ৮ পাশ এবং মাধ্যমিক পাশ হয়ে থাকলেই মহিলারা আবেদন জানাতে পারবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুই ধাপে নিয়োগ করা হবে প্রার্থীদের। যারা নিজেদের বাড়ির কাছে চাকরি করতে চান, তাদের জন্য এটি খুব ভালো সুযোগ। নীচের পদের সম্পর্কে বিশদে জেনে নিন।
অঙ্গনওয়াড়িতে নিয়োগের বিস্তারিত তথ্য
(1) পদের নাম: অঙ্গনওয়াড়িতে কর্মী (Anganwadi Worker- AWW)
যোগ্যতা-
- কেবলমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
- যে অঙ্গনওয়াড়িতে আবেদন করবেন, সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে।
বয়সসীমা-
18 বছর থেকে 45 বছরের মহিলারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর মহিলাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
(2) পদের নাম: অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwadi Helper- AWH)
যোগ্যতা-
- কেবলমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
- যে অঙ্গনওয়াড়িতে আবেদন করবেন, সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীদের নূন্যতম অষ্টম শ্রেণী (Eight Pass)পাশ করে থাকতে হবে।
বয়সসীমা-
18 বছর থেকে 45 বছরের মহিলারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর মহিলাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
মোট শূন্যপদ
কোচবিহার জেলার তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, সিতাই গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 200 টিরও বেশি শূন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুই ধাপের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
- 90 নম্বরের লিখিত পরীক্ষা
- 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
- প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লস্ট তৈরী করে প্রার্থীদের নির্বাচন করা হবে।
- লিখিত পরীক্ষায় নূন্যতম 30 নম্বর পেলে তবেই ইন্টারভিউ দিতে ডাকা হবে প্রার্থীদের।
লিখিত পরীক্ষার সিলেবাস
(1) মাতৃভাষায় একটি রচনা – 15 নম্বর
(2) অঙ্ক – 20 নম্বর
(3) সাধারণ জ্ঞান – 15 নম্বর
(4) ইংলিশ – 20 নম্বর
(5) নিউট্রিশন, পাবলিক হেলথ – 20 নম্বর।
নিয়োগের স্থান
নির্বাচিত প্রার্থীদের কোচবিহার জেলার তুফানগঞ্জ-1, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, সিতাই গ্রাম পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়িতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিজের যাবতীয় তথ্য ভরে অনলাইন ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন করার অফিসিয়াল লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করেই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী 17/04/2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশগুলো-
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির খবর 👇👇
- GAIL লিমিটেডে ৭ রকমের পদে নিয়োগ
- লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাটমিক এনার্জি দপ্তরে চাকরি
- রাজ্যের DM অফিসে গ্রুপ-C ক্লারিকাল পোস্টে চাকরি