রাজ্যে ফের অঙ্গনওয়াড়িতে চাকরি, নুন্যতম যোগ্যতাতে আবেদন শুরু হলো | WB New Anganwadi Recruitment 2023

Anganwadi Workers and Anganwadi Helpers Recruitment in Hooghly

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হুগলী জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্র গুলিতে অষ্টম শ্রেণী পাশে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন।

এই পদগুলি স্বেচ্ছা সেবামূলক। এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও, তাঁরা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নোটিশ প্রকাশের তারিখ – 10/08/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Workers and Anganwadi Helpers)

শূন্যপদ

এখানে মোট 155 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেনি অর্থাৎ ক্লাস এইট পাশ করে থাকা সকল মহিলা প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রী থাকলেও এখানে আবেদন করা যাবে। এর সাথে, শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা

01/01/2023 তারিখের হিসেবে 18 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান

হুগলী জেলার পান্ডুয়া, আরামবাগ, ভদ্রেশ্বর, বলাগড়, জঙ্গিপাড়া, বাঁশবেড়িয়া ইত্যাদি এলাকার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু হয়েছে- 10.08.2023 তারিখে
  • অনলাইনে আবেদন চলবে – 04.09.2023 তারিখ পর্যন্ত।

বিঃ দ্রঃ নিচের লিংকে ক্লিক করে হুগলি জেলার সাব ডিভিশন ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি গুলি একে একে ডাউনলোড করে বিস্তারিত আরো ভালো করে জেনে নিতে পারেন। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি, অষ্টম শ্রেনি পাশে নিয়োগ

👉 ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

👉 ১৪ বছর পর প্রাইমারিতে ১৫০৬ জনের চাকরি কনফার্ম! ৩০ আগস্টের মধ্যেই নিয়োগ

👉 রাজ্যে IISER তে গ্রুপ-A পদে চাকরি, তাড়াতাড়ি অনলাইনে আবেদন করুন

Previous articlePrimary Recruitment: ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল
Next articleমাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে পোস্ট অফিসে বিরাট নিয়োগ, পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াই চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here