1/7: রাজ্যের মহিলাদের উন্নয়ন করার জন্য রাজ্য সরকার বেশ কিছু প্রকল্প চালু করেছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প। রাজ্যে তৃণমূল সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর এই প্রকল্প কার্যকরী করা হয়।
2/7: মূলত বেকার মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে সাবলম্বী করে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। বর্তমানে এই প্রকল্পের আওতায় জেনারেল মহিলাদের ৫০০ এবং তফসিলি জাতি এবং উপজাতি মহিলাদের ১০০০ টাকা দেওয়া হয়।
3/7: মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় টাকা দেবার প্রক্রিয়া শুরু হতে চলেছে খুব শীঘ্রই, তার মধ্যেই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে সরকার।সরকারের তরফে জানানো হয়েছে, এমাসে এই প্রকল্পের আওতায় ৫০০ টাকার পরিবর্তে ৯০০ টাকা এবং ১০০০ টাকার পরিবর্তে ১৪০০ টাকা দেওয়া হবে মহিলাদের।
4/7: তবে প্রকল্পের আওতাভুক্ত সমস্ত আবেদনকারী মহিলা এই অতিরিক্ত টাকা পাবেন না। কারা এই অতিরিক্ত টাকা পেতে চলেছেন সেটাই জানানো হয়েছে আজকের প্রতিবেদনে।
5/7: কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, এবার থেকে মহিলারা একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ, একই সঙ্গে দুটি সরকারি প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
6/7: সরকারের সেই নির্দেশ মতো যে সমস্ত মহিলা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডারে একই সঙ্গে আবেদন করেছেন তারা মার্চ মাসে ৪০০ টাকা অতিরিক্ত পেতে চলেছেন। এক্ষেত্রে জেনারেল মহিলারা ৯০০ টাকা এবং তপসিলি জাতি ও উপজাতির মহিলারা ১৪০০ টাকা পেতে চলেছেন সরকারের তরফে।
7/7: আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই দুই প্রকল্পে একই সঙ্গে আবেদন করার যোগ্য হয়ে থাকেন, তবে যতো শীঘ্র সম্ভব এই দুই প্রকল্পে আবেদন করে ফেলুন। এদিকে যারা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন তারা মার্চ মাস থেকেই দুই প্রকল্পের টাকা একসাথে পেতে শুরু করবেন। বর্ধিত হারে টাকা পাবার খবরে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের মহিলারা।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
এগুলিও পড়ুন 👇👇
- ১০ হাজার টাকা সরাসরি সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে
- TET ছাড়াই কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ
- রাজ্যের ভুয়ো B.Ed, D.El.Ed কলেজে ডিগ্রি করে চাকরি