1/7: এবার থেকে কলেজ-ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির জন্য আবেদন করতে আর পিএইচডি (PhD) বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC এর চেয়ারম্যান প্রফেসর এম জগদীশ কুমার।
2/7: সম্প্রতি হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে UGC-HRDC বিল্ডিংয়ের উদ্বোধনে গিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান। সেখানেই একথা জানিয়ে তিনি বলেন, ‘ইউজিসি নেট যাঁরা পাশ করেছেন তাঁরা সরাসরি অ্যাসিসট্যান্ট প্রফেসরের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁরা আবেদন করতে পারবেন। এর জন্য পিএইচডি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি থাকার প্রয়োজনীয়তা নেই।’
3/7: অর্থাৎ এবার থেকে কেবলমাত্র ইউজিসি নেট পাশ করলেই প্রার্থীরা অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন। চেয়ারম্যানের এই ঘোষণার পরেই ইউজিসির তরফে তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলেও একথা ঘোষণা করা হয়।
4/7: মৌখিকভাবে ঘোষণা করা হলেও এই নিয়ম এখনও লাগু হয়নি। বর্তমানে দেশের যে কোন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে যোগ দিতে গেলে পিএইচডি’ দরকার হয়। তবে এখনই নয়া নিয়ম চালু না হলেও, এই ঘোষণায় অনেকেই স্বস্তি পেয়েছেন।
5/7:এই ঘটনার মতই গত বছরেও একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল ইউজিসি। বলা হয়েছিল, স্নাতকের পর সরাসরি পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা। আর মাস্টার্স করার প্রয়োজন নেই।
6/7:তবে এর জন্য চার বছরের স্নাতক প্রোগ্রামে পড়তে হবে পড়ুয়াদের। ইউজিসি-এর তরফে বলা হয়েছিল, চার বছরের স্নাতক প্রোগ্রামে যেসব পড়ুয়ারা পড়াশোনা করবেন তাঁদের আর পিএইচডি করার জন্য মাস্টার ডিগ্রি করার প্রয়োজন হবে না।
7/7:চার বছরের স্নাতক কোর্স চালু হওয়ার পরে এই পদ্ধতিতে পড়াশোনা এগোলে ভবিষ্যতে চাকরি কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও নানান সুবিধা পাবেন পড়ুয়ারা। ইউজিসি-এর কথা মেনে, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ই চার বছরের স্নাতক প্রোগ্রাম শুরু করতে পারে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- মে মাসের মধ্যেই প্রাইমারি স্কুলে ১২ হাজার নিয়োগ
- ৫টি উপায়ে বাড়িতে থেকেই ইনকাম করুন
- উচ্চ মাধ্যমিক প্রথম পরীক্ষায় নেতাজিকে নিয়ে প্রশ্নে ভুল
- রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে তিন ধরনের পোস্টে চাকরি