অস্ত্র কারখানায় গ্রুপ-C পদে চাকরি, কয়েকশো শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ | Army Ordnance Corps Group-C Recruitment 2022

Army Ordnance Corps Group C Recruitment 2022

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক পরিচালিত অস্ত্র কারখানা অর্থাৎ Army Ordnance Corps-এ গ্রুপ সি (Group-C) কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগটি করা হবে। 

এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি, তাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে এই নিয়োগের বিস্তারিত তথ্য এক এক করে জানানো হয়েছে। আবেদন করার আগে অবশ্যই একবার দেখে নিন। 

Army Ordnance Corps Group-C Recruitment 2022

Army Ordnance Corps Group C Recruitment 2022

Army Ordnance Corps Group-C Recruitment Details

নিয়োগ সংস্থা (Recruitment Organization) Army Ordnance Corps (AOC)
পোষ্টের নাম (Post Name) ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (Material Assistant)
চাকরির ধরণ (Job type) স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt. Job)
মোট শূণ্যপদ (Total Vacancy) 419+
বেতন (Salary) 29,200 – 92,300 টাকা
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) www.aocrecruitment.gov.in
আবেদনের মাধ্যম (Application Mode) অনলাইন (Online)

নিয়োগের নোটিশ নম্বর: AOC/CRC/2022/OCT/AOC-01

পদের নাম:  ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (Material Assistant)

বেতন: পে লেভেল 5 অনুযায়ী প্রতিমাসে 29,200 – 92,300 টাকা দেওয়া হবে। 

বয়সসীমা: এই চাকরির জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণিরা বয়সের ছাড় পেয়ে যাবে। 

শিক্ষাগত যোগ্যতা: ভারতের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে অথবা যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এর ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা থাকতে হবে। 

শূন্যপদ: 419 টি (UR-171, EWS-42, OBC-113, SC-62, ST-31, ESM-41, MSP-20, PwBD-16)

Region অনুযায়ী শূন্যপদ:

  • Eastern- 10
  • Western- 120
  • Northern- 23
  • Southern- 32
  • South Western- 23
  • Central West- 185
  • Central East- 26

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের Central East রিজিওনে আবেদন করতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া:

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট/ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

  • লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটি প্রশ্নের ভুল উত্তর দিলে 0.25 নম্বর কেটে নেওয়া হবে।
  • পরীক্ষার জন্য সময়সীমা থাকবে 2 ঘন্টা।  

লিখিত পরীক্ষার সিলেবাস:

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
(1) General Intelligence & Reasoning 50 50
(2) Numeric Aptitude 25 25
(3) General Awareness 25 25
(4) English Language & Comprehension 50 50
মোট 150 150

আবেদন প্রক্রিয়া: 

(1) Army Ordnance Corps (AOC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো-  https://www.aocrecruitment.gov.in/

(2) আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করলেই আবেদন করার মেইন পেজ খুলে যাবে।

(3) প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে নতুন একাউন্ট খুলতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে তার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

(4) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারী তথ্য পূরণ করে লগইন করে নিতে হবে।

(5) লগইন করার পরে আবেদন করার মেন পেজ ওপেন হবে এখানে অনলাইন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ 22.10.2022
আবেদন শুরু 22.10.2022
আবেদন শেষ 12.11.2022 

Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন: Click Here

✅ Telegram Channel: Click Here

▶️ নিয়োগ সংস্থার: Official Website

✅ অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার লিংক: Apply Now

▶️ More Job Update: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 মাধ্যমিক পাশে 24 হাজার শূন্যপদে SSC কনস্টেবল নিয়োগ

🎯 প্রাইমারি পর্ষদের নতুন সিদ্ধান্তে টেটে প্রতিযোগীতা বাড়ল

🎯 রাজ্যে একটি জেলাতে ক্লার্ক পদে চাকরি

🎯 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে নতুন পদে চাকরি