যারা যারা শিক্ষক পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য দারুন একটি চাকরির আপডেট। ভারতের বিভিন্ন আর্মি পাবলিক স্কুলে প্রায় 8700 টি শুন্যপদে শিক্ষক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সারা ভারতব্যাপী চাকরির ভ্যাকান্সি। যেকারনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে চাকরিপ্রার্থীরা চাইলে তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।
আপনি কি এই চাকরি করতে চান, আবেদন করার কথা ভাবছেন? তাহলে আবেদন করার আগে এই নিয়োগ বিষয়ক বিভিন্ন তথ্য এক এক করে জেনে নিন।
পোষ্টের নামঃ
যেসমস্ত পোষ্টে শিক্ষক করা হবে, সেগুলি হল-
(1) PGT- Post Graduate Teacher (পোষ্ট গ্র্যাজুয়েট টিচার)
(2) TGT- Trained Graduate Teacher (ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার)
(3) PRT- Primary Teacher (প্রাইমারি টিচার)
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) PGT- Post Graduate Teacher- কমপক্ষে ৫০% নম্বর সহ নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং ৫০% নম্বর পেয়ে B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে।
(2) TGT- Trained Graduate Teacher- কমপক্ষে ৫০% নম্বর সহ নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং ৫০% নম্বর পেয়ে B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে।
(3) PRT- Primary Teacher- কমপক্ষে ৫০% নম্বর সহ নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং ৫০% নম্বর পেয়ে D.El.Ed অথবা B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে।
বয়সসীমাঃ
- ৫ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন ফ্রেশার প্রার্থীদের বয়স 40 বছরের কম হতে হবে।
- ৫ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স 57 বছরের কম হতে হবে।
শুন্যপদঃ
মোট শুন্যপদ 8700 টি
আবেদন প্রক্রিয়াঃ
যোগ্য এবং ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদন করার লিংকে ক্লিক করে মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনকারীকে তার বেসিক তথ্য পূরন করে এবং কোন বিভাগের শিক্ষকের জন্য আবেদন করছে সেটি নির্বাচন করতে হবে। সেইসাথে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
যেসমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবেঃ
(1) ছবি এবং সিগনেচার
(2) জন্মের প্রমানপত্র
(3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
> আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে দেওয়া রইল, ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।
আবেদন ফিঃ
আবেদন করতে 385 টাকা লাগবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
নিম্নলিখিত তিনটে স্টেজে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-
Stage 1- Screening Exam (স্ক্রিনিং এক্সাম)
Stage 2- Interview (ইন্টারভিউ)
Stage 3- Evaluation of Teaching Skills and Computer Proficiency (শিক্ষণ দক্ষতা এবং কম্পিউটার দক্ষতা মূল্যায়ন)
আবেদন করার শেষ তারিখঃ 28 জানুয়ারি 2022
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যে গ্রুপ-D সুইপার পদে চাকরি, PNB ব্যাংকে নিয়োগ
- আশা কর্মী চাকরি ২০২২, মুর্শিদাবাদ জেলায় নিয়োগ
- রাজ্যে গ্রুপ-D, C, B পোষ্টে নিয়োগ, জেলা আদালতে চাকরি