রাজ্যের এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-B চাকরি, 35 হাজার 400 টাকা মাসিক বেতন | Asiatic Society Group B Recruitment

Asiatic Society Group B Accountant Recruitment

পশ্চিমবঙ্গের কোলকাতায় অবস্থিত এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-B নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এশিয়াটিক সোসাইটিতে চাকরির জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। গ্রুপ বি পদে এই নিয়োগের যাবতীয় বিষয় নিচে থেকে একে একে দেখে নিন। 

এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-বি নিয়োগের তথ্য

যে পদে নিয়োগ হবে 

অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ-বি মিনিস্ট্রিয়াল (Accountant, Group B -Ministerial)

শূন্যপদ 

এখানে 01 টি শূন্যপদ রয়েছে।

দরকারি যোগ্যতা

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারী অফিসার, যাদের –

(1) সমমানের পোস্টে কাজের অভিজ্ঞতা আছে, অথবা

(2) পে ব্যান্ড 6 অনুয়ায়ী 29,200-92,300 টাকা বেতনে 6 বছর কাজের অভিজ্ঞতা আছে, অথবা

(3) পে ব্যান্ড 4 অনুয়ায়ী 25,500-81,100 টাকা বেতনে 10 বছর কাজের অভিজ্ঞতা আছে এবং কমার্সে ব্যাচেলর ডিগ্রি আছে, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

প্রার্থীদের পে ব্যান্ড 6 অনুয়ায়ী 35,400 – Rs 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি 

ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

www.asiaticsocietykolkata.org এই ওয়েবসাইট থেকে অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের ৩ নম্বর পেজে আবেদন পত্র (Application Form) দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নীচের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠাবার ঠিকানা

General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata 700016. 

আবেদনের সময়সীমা 

19/04/2023 তারিখের মধ্যে এখানে আবেদন পাঠিয়ে দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇