বহু সংখ্যক ট্রেডসম্যান পদে প্রার্থী নিয়োগ করা হবে আসাম রাইফেলে। এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হল। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
এখানে যেসব ট্রেড গুলি রয়েছে, তা নিম্নরূপ-
1. পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
2. রিলিজিয়াস টিচার
3. লাইনম্যান ফিল্ড
4. রিকভারি ভেইকেল মেকানিক
5. ব্রিজ অ্যান্ড রোড
6. ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল
7. ড্রাফ্টসম্যান
8. প্লাম্বার
9. সিনিয়র ITI
10. X Ray অ্যাসিস্ট্যান্ট
11. ওয়ারান্ট অফিসার
12. নায়েব সুবেদার
মোট শূন্যপদ
সব মিলিয়ে এখানে মোট 161 টি পদ রয়েছে। রাজ্য ভিত্তিক শূন্যপদের তালিকা অফিসিয়াল নোটিশে দেওয়া আছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য যে আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 থেকে 23 বছরের প্রার্থীরা আবেদন যোগ্য। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন
প্রার্থীদের আসাম রাইফেলের স্ট্যান্ডার্ড বেতনের হিসেবে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে PMT এবং PET পরীক্ষা, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে
assamrifles.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন মূল্য
- প্রথম দুটি পদের জন্য 200 টাকা এবং অন্যান্য সমস্ত পদের জন্য 100 টাকা করে দিতে হবে।
- SC, ST, Female প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: 21/10/2023 তারিখ।
- আবেদন শেষ: 19/11/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now (21/10/2023)
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST পরীক্ষায় বিরাট পরিবর্তন, এইভাবে করা হবে নিয়োগ
👉 কলকাতা ইউনিভার্সিটিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
👉 রাজ্যে ১২ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ, মন্ত্রীসভার বৈঠক থেকে গুরুত্বপূর্ণ আপডেট
👉 BEML এ গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 23 হাজার 910 টাকা
👉 এবার থেকে আর নয় বছর বছর পরীক্ষা! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট