আয়ুষ বিভাগে গ্রুপ C, গ্রুপ A পদে নিয়োগ- অনলাইনে তাড়াতাড়ি আবেদন করুন | Ayush Department Group-C and Group-A Recruitment

ayush department group c and group a recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সম্প্রতি আয়ুষ বিভাগে গ্রুপ C ও গ্রুপ A (Ayush Department Group-C, Group-A Recruitment) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই চাকরির জন্য রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে।

তাহলে চলুন আর বেশি দেরি না করে একে একে জেনে নেওয়া যাক আয়ুষ বিভাগে গ্রুপ C ও গ্রুপ A পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন,  বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য।

এমনভাবেই প্রতিদিন নতুন নতুন সরকারি ও বেসরকারী চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন।

ayush department group c and group a recruitment

নোটিশ নম্বরঃ 03/2022 

নোটিশ প্রকাশের তারিখঃ  15.07.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ রিসার্চ অফিসার আয়ুর্বেদ (Research Officer Ayurveda)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদাতে পোস্ট গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদঃ 04 টি।

(2) পদের নামঃ রিসার্চ অফিসার ইনফরমেশন টেকনোলজি (Research Officer information technology)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স বা ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স করা থাকতে হবে এছাড়াও কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদঃ 04 টি।

(3) পদের নামঃ ফার্মাসিস্ট (Pharmacist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে ম্যাট্রিক্স লেভেল 5 অনুসারে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডি ফার্ম বা ফার্মেসি করা থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 27 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদঃ 25 টি।

(4) পদের নামঃ পঞ্চকর্ম টেকনিশিয়ান (Panchakarma Technician)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে ম্যাট্রিক্স লেভেল 4 অনুসারে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চকর্মতে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 27 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদঃ 08 টি।

আবেদন পদ্ধতিঃ
  1. Ayush Department এর উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট ccras.nic.in  এ আবেদন করতে হবে।
  3. সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  4. তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  5. উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ 

আবেদন ফি হিসেবে গ্রুপ A পোষ্টের ক্ষেত্রে 1500 টাকা এবং গ্রুপ C পোষ্টের ক্ষেত্রে 200 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।  SC/ST/PWD এবং মহিলাপ্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।  

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  4. কম্পিউটার সার্টিফিকেট।। 
  5. অভিজ্ঞতা সার্টিফিকেট।
  6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 15.07.2022
আবেদন শুরু 15.07.2022
আবেদন শেষ 14.08.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-