রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে প্রার্থীদের গ্রুপ-সি মাল্টি টাস্কিং স্টাফ সহ নির্দিষ্ট কিছু পদে নিয়োগ করা হবে এখানে। পশ্চিমবঙ্গের একটি জেলার আয়ুষ সমিতির অধীনে নিয়োগ করানো হবে। নিয়োগের ক্ষেত্রে সবথেকে ভালো দিক হচ্ছে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, কেবল ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে।
যেসব পদে নিয়োগ করা হবে
1. মাল্টি টাস্কিং স্টাফ বা সংক্ষেপে MTS
2. আয়ুষ MO (Ayush MO)
শূন্যপদের সংখ্যা
উপরের দুটি পদের জন্যেই 1 টি করে মোট 2 টি (UR) শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা
1. MTS- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। থাকতে হবে কম্পিউটার সম্পর্কে জ্ঞানও।
2. Ayush MO- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই রিটায়ার্ড HMO / UMO / SMAO হতে হবে। সাথে থাকতে হবে রাজ্যের আয়ুশ ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান।
বয়সসীমা
1. MTS- এই পদের জন্য সর্বোচ্চ কোনো বয়সসীমার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
2. Ayush MO- সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তাঁরাই এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
1. MTS- এই পদের জন্য প্রার্থীদের প্রতিদিন 500 টাকা করে বেতন দেওয়া হবে। সর্বোচ্চ 20 দিন কাজ করতে হবে এখানে। অর্থাৎ এক্ষেত্রে সর্বোচ্চ বেতন মাসে ১০ হাজার টাকা হবে।
2. Ayush MO- এই পদের জন্য প্রার্থীদের প্রতিদিন 1000 টাকা করে বেতন দেওয়া হবে। সর্বোচ্চ 20 দিন কাজ করতে হবে এখানে। অর্থাৎ, সর্বোচ্চ 20,000 টাকা বেতন পেয়ে থাকবেন প্রার্থীরা।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ করার জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। কেবলমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। অনলাইনে উপলব্ধ আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে প্রথমে। তারপর সেটি যথাযথ ভাবে পূরণ করে, তার সাথে প্রয়োজনীয় সকল প্রকার সার্টিফিকেট জুড়ে নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের স্থান- Basundhara Meeting Hall, Zilla Swasthya Bhavan Campus, Ranchi Road, Purulia
ইন্টারভিউয়ের তারিখ- 29/03/2023 তারিখে সকাল 11 টার মধ্যে প্রার্থীদের নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের গরীবদের জন্য সরকারি চাকরিতে বিশেষ সুবিধা
- কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দফতরে চাকরি
- ঘরে বসে মোবাইলে 2 থেকে 4 ঘন্টা কাজ করে মাসে ভালো ইনকাম