১১ হাজার শূন্যপদের প্যানেল থেকে B.Ed-দের কি বাদ দেওয়া হবে? কি বলছে প্রাইমারি পর্ষদ?

B.Eds excluded from the panel of 11 thousand vacancies? What does the primary board say?

প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে চরম বিপাকে পড়েছেন বিএড (B.Ed) চাকরিপ্রার্থীরা। রাজ্যের কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় দিয়ে সম্পূর্ণ ভাবে খারিজ করে দেয় NCTE (ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন)-এর 2018 সালের 28 জুনের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এনসিটিই অনুমোদিত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব প্রার্থীরা বিএড কোর্স পাশ করেছেন, তারা প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবেন বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা।

কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও এনসিটিই-র প্রকাশিত বিজ্ঞপ্তিকে বাতিল ঘোষণা করে। শুক্রবার এই বিজ্ঞপ্তি খারিজ করে সুপ্রিম কোর্টের যৌথ বেঞ্চ জানায়, এবার থেকে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা আর প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না।

পাশাপাশি, রায়ে বলা হয়- কেবলমাত্র D.El.Ed (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) এবং D.Ed (ডিপ্লোমা ইন এডুকেশন) প্রশিক্ষণপ্রাপ্তরাই শুধু দেশের প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকতায় অংশ নিতে পারবেন।

সুপ্রিম কোর্টের এই ঘোষণার পরে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের বিএড প্রার্থীরা

এই বিষয়ে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিমকোর্টের এই নির্দেশের ফলে বিএড ডিগ্রিধারীদের টেটের প্যানেল থেকে বাদ দেওয়া হতে পারে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের আর টেটের ফাইনাল প্যানেলে রাখা যাবে কিনা, তা নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা করেই চূড়ান্ত পদক্ষেপ নেবে বলে জানা গেছে পর্ষদের তরফে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ফুড SI এর ফর্ম ফিল আপ কত তারিখে শুরু হবে? জারি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি

👉  ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

👉  প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে বাদ B.Ed পাশেরা, সুপ্রিম কোর্টের রায়ে খুশি D.El.Ed পাশেরা

👉 রাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি, মাসিক বেতন 22 হাজার 700 টাকা

👉 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট

👉 রাজ্যে IIT খড়্গপুরে AI কোর্সে ভর্তি চলছে, কোর্স করেই চাকরির সুযোগ

Previous articleরাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি, মাসিক বেতন 22 হাজার 700 টাকা
Next articleস্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | SBI Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here