পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী এবং উপজাতি উন্নয়ন দপ্তরের তরফ থেকে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই নিয়োগটি বাঁকুড়া জেলায় করা হবে। বাঁকুড়া জেলায় নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ আমরা এক এক করে জেনে নেব। প্রত্যেক আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে তা জেনে নেওয়া দরকার।
অনগ্রসর শ্রেণী এবং উপজাতি উন্নয়ন দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (Backward Classes Welfare and Tribal Development Recruitment Details)
নোটিশ মেমো নম্বর: 1933/BNK/BCW
নোটিশ প্রকাশের তারিখ: 16.12.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
অ্যাডিশনাল ইন্সপেক্টর (Additional Inspector)
মাসিক বেতন:
12,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়স সীমা:
01.12.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা 64 বছর হতে হবে।
দরকারি যোগ্যতা:
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ BCW Inspectors/ Extension Officers/ head Clerks/ UD Clerks ইত্যাদির মধ্যে যেকোনো একটি ক্ষেত্রের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
শূন্যপদ:
মোট 3 টি শূন্য পদে নিয়োগ করা হবে।
ব্লক ভিত্তিক শূন্যপদ:
- G. Ghati- 1 টি
- Indus- 1 টি
- Jaipur- 1 টি
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে বাছাই করে নিয়োগ করা হবে। আবেদনপত্র স্কুটিনির পর ইন্টারভিউ এর তারিখ এবং স্থান আবেদনকারীদেরকে জানানো হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) একটি আবেদন পত্র ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আবেদন করতে হবে।
(2) আবেদন করার ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির ২ নম্বর পেজে দেওয়া রয়েছে। তাই আবেদনকারীকে প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
(3) বিজ্ঞপ্তি ডাউনলোড করার পর বিজ্ঞপ্তিতে থাকা দুই নম্বর পেজের আবেদন ফরমটি A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
(4) তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে তার সঙ্গে দরকারি কিছু ডকুমেন্টস জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে।
(5) সবশেষে আবেদনপত্র সহ ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পোস্ট করে পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফি:
আবেদন করার জন্য টাকা লাগবে না
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 16.12.2022 |
আবেদন শুরু | 16.12.2022 |
আবেদন শেষ | 31.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇