পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও এক নতুন সুখবর। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিলেশনশিপ ম্যানেজার, ক্রেডিট এনালিস্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
ব্যাঙ্ক অফ বরোদাতে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদাতে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নিয়োগের তথ্য (Post Details)
(1)পদের নামঃ রিলেশনশিপ ম্যানেজার
বেতনঃ উক্ত পদের জন্য বেতন প্রতিমাসে SMG/S-IV অনুযায়ী 76010 থেকে 89,890 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.06.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 35 থেকে 42 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য ফাইন্যান্স নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে 10 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 75 টি।
(2)পদের নামঃ কর্পোরেট এন্ড ইনস্ট্যান্ট ক্রেডিট
বেতনঃ উক্ত পদের জন্য বেতন প্রতিমাসে MMG/S – III অনুযায়ী 63,840 থেকে 78,230 টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.06.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 28 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ফাইন্যান্স নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 100 টি।
(3)পদের নামঃ ক্রেডিট এনালিস্ট
বেতনঃ উক্ত পদের জন্য বেতন প্রতিমাসে MMG/S – III অনুযায়ী 63,840 থেকে 78,230 টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.06.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 28 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ফাইন্যান্স নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 100 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- অনলাইন টেস্ট।
- সাইক্রমেট্রিক টেস্ট।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- উপরিক্ত পদগুলির জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- নিজের নাম ও নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে।
- এরপর আবেদনপত্রটি নিখুঁত ভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্রগুলো আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- শেষে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
General / OBC / EWS প্রার্থীদের ক্ষেত্রে 600 টাকা আবেদন ফি দিতে হবে। এছাড়া অন্যান্য প্রার্থীদের আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীরা কেবল অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- অভিজ্ঞতার শংসাপত্র।
- বয়সের প্রমাণপত্র।
- বসবাসের প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 22.06.2022 |
আবেদন শুরু | 22.06.2022 |
আবেদন শেষ | 12.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-