রাজ্যে আবারও সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকিং রিসোর্স পারসন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
ব্যাংকিং রিসোর্স পারসন পদে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
ব্যাংকিং রিসোর্স পারসন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোটশূন্যপদ, নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ 750/I-332/2022-23/DRDC
নোটিশ প্রকাশের তারিখঃ 14.06.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ব্যাংকিং রিসোর্স পারসন (BRF)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিদিন 2200 টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়াও ট্রাভেলিং খরচ হিসাবে প্রতিদিন অন্তত পক্ষে 500 টাকা করে দেওয়া হবে। মাসে অন্ততপক্ষে 15 থেকে 20 দিন কাজ করতে হবে।
বয়সসীমাঃ
ব্যাংকিং রিসোর্স পারসন পদের জন্য প্রার্থীর বয়স 01.07.2022 তারিখ অনুযায়ী 64 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক কোর্স করে থাকতে হবে সঙ্গে প্রার্থীকে কম্পিউটারে MS Office এবং ইন্টারনেট সম্পর্কে কাজের দক্ষতা থাকতে হবে।
এছাড়াও প্রার্থীকে সিনিয়ার ম্যানেজমেন্ট বা মিডিল ম্যানেজমেন্ট গ্রেড থেকে ব্যাংকে অফিসার পদে অবসরপ্রাপ্ত প্রার্থী হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট শাখায় 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ
উক্ত পদের জন্য কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
নিয়োগ স্থানঃ
উত্তর 24 পরগনা জেলা।
আবেদন পদ্ধতিঃ
ব্যাংকিং রিসোর্স পারসন পদের জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ে সমস্ত নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সেল্ফ অ্যাটেস্টেড করার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- সেল্ফ অ্যাটেস্টেড করা অভিজ্ঞতার প্রমাণপত্র।
- প্যান কার্ড।
- আধার কার্ড।
ইন্টারভিউয়ের স্থানঃ
Office Chamber Of Addi, District Magistrate (Zilla Parishad), North 24 Pargana Zilla Parishad Bhavan (First floor), Rishi Bankim Sarani Barasat – 700124, North 24 Parganas.
ইন্টারভিউয়ের তারিখঃ 29.06.2022
ইন্টারভিউয়ের সময়ঃ দুপুর 12 টার সময় ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের স্বাস্থ্যদপ্তরে স্থায়ী পদে চাকরি
- রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ
- আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ