আর কদিন পরই ফেব্রুয়ারি মাস পড়ে যাবে। কিন্তু তার আগে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুঃসংবাদ শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন ইংরেজি বছরের দ্বিতীয় মাসে অনেক বেশি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই। ফলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে।
মার্চ মাসকে ইয়ার এন্ডিং বা অর্থনৈতিক বছরের শেষ বলে ধরা হয়। ফলে ফেব্রুয়ারি মাসে সাধারণ গ্রাহকদের ব্যাঙ্ক সংক্রান্ত নানা বিষয়ে কাজের চাপ যথেষ্ট থাকে। তাই এই সময়টায় বারবার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেখানে ছুটে যান গ্রাহকরা। কিন্তু এই সময়েই আরবিআই জানাল, ফেব্রুয়ারি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। ফলে ২৮ দিনের ফেব্রুয়ারি মাসে মাত্র ১৮ দিন কাজ হবে ব্যাঙ্কে! আর তাতেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সাধারণ গ্রাহকরা।
এখন প্রশ্ন হচ্ছে কেন ফেব্রুয়ারি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? এমনিতেই মাসে চারটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ। অর্থাৎ সাপ্তাহিক ছুটির কারণে মাসে ৬ দিন এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। এছাড়াও শিবরাত্রি সহ আরও বেশ কয়েকটি উৎসব অনুষ্ঠানের কারণে আরও চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গেও কি তবে ফেব্রুয়ারি মাসে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? ২০ ফেব্রুয়ারি রাজ্য দিবস হিসেবে শুধুমাত্র মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর ২১ ফেব্রুয়ারি লোসার উৎসবের জন্য শুধুমাত্র সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দু’দিন দেশের বাকি সমস্ত রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকার কথা। ফলে বাংলাতেও ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে দেশের বেশ কিছু রাজ্যে সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম এখনও পর্যন্ত উল্লেখ করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে ওই দিনও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকতে পারে।
সবমিলিয়ে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে খাতায়-কলমে রিজার্ভ ব্যাঙ্ক ১০ দিন শাখা বন্ধ থাকার কথা জানালেও বাংলার গ্রাহকদের অতটা দুশ্চিন্তার কিছু নেই। কারণ এখানে ছুটির সবকটা দিন কার্যকর হচ্ছে না। তবে ঝুঁকি এড়াতে এই দিনগুলোয় শাখায় যাওয়ার পরিবর্তে অনলাইন ব্যাঙ্কিয়ের উপর জোর দিলে গ্রাহকরা ভাল করবেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
তাছাড়া এই দিনগুলোয় ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণভাবে চালু থাকবে বলে আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
Important Links: 👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ | Join Now |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো গুরুত্বপূর্ন আপডেট-Click Here