মিড ডে মিল প্রকল্পের কাজে নিয়োগ, অ্যাসিন্ট্যান্ট পদের চাকরিতে নিয়োগ চলছে

bankura bdo office assistant accountant recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন সুখবর। মিড ডে মিল প্রকল্পের কাজে লোক নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারেন। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের  জন্য আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে উল্লেখ করা হলো।

bankura bdo office assistant accountant recruitment

নোটিশ নম্বরঃ 10/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 09.06.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট (Assistant Accountant)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 11000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ উক্ত পদের জন্য 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 63 বছরের কম হতে হবে।

যোগ্যতাঃ  

  1. আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

নিয়োগ পদ্ধতিঃ 

উক্ত পদের জন্য কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে।

আবেদন পদ্ধতিঃ 
  1. আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটির ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  3. আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  4. উল্লেখিত সমস্ত নথিপত্র গুলি যোগ করতে হবে।
  5. শেষে আবেদনপত্র এটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. সেল্ফ অ্যাটেস্টেড করা রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. অভিজ্ঞতার প্রমাণপত্র।
  6. বসবাসের প্রমাণপত্র।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ 

Office of the Block Development Officer, Gangajalghati Development Block, Gangajalghati, Bankura – 722133

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 09.06.2022 
আবেদন শুরু 09.06.2022
আবেদন শেষ 24.06.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-