রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অ্যান্ড ডিসট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে চাকরির নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি এই চাকরিটি মহিলা প্রার্থীদের জন্য। তাই মহিলাদের জন্য এটি একটি চাকরির ভালো সুযোগ।
বাঁকুড়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিস থেকে এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কন্টাকচুয়াল বেসিসে অন স্টপ সেন্টার (One Stop Centre)-এ এই নিয়োগ করা হবে।
কয়েকদিন আগেও আমরা আমাদের ওয়েবসাইটে অন্য দুই জেলার অন স্টপ সেন্টারে একই রকমের চাকরির নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে জানিয়েছিলাম। আপনি যদি আমাদের ওয়েবসাইটের রেগুলার ভিজিটার হন থাকলে হয়ত আপনার ঐ বিষয়ে জানা থাকবে।
নোটিশ নম্বরঃ 101/DV/SW/BNK
নোটিশ প্রকাশের তারিখঃ 06.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর (Centre Administrator)
বেতন- প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
(2) কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে এবং MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।
(3) বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে।
(4) ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে। সেইসাথে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি (UR)
(2) পদের নাম- কেস ওয়ার্কার (Case Worker)
বেতন- প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 11.05.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 35 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
(2) কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে এবং MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।
(3) বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে।
(4) ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে। সেইসাথে ওমেন ইস্যু নিয়ে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি (UR-1, SC-1)
নিয়োগ প্রক্রিয়াঃ
মোট তিনটে ধাপের নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে, এগুলি হল-
(1) এডুকেশনাল কুয়ালিফিকেশন- 30 নম্বর
(2) কম্পিউটার টেস্ট (প্র্যাকটিকাল)- 15 নম্বর
(3) মৌখিক পরীক্ষা (Viva Voce)- 5 নম্বর
মোট নম্বরঃ 50
> শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাঁকুড়া জেলা থেকে ২০ জন প্রার্থীকে বাছাই করা হবে। ঐ ২০ জনের মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ
কন্ট্রাকচুয়াল বেসিসে উক্ত দুই পদের কাজের জন্য নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
একটি ফর্ম ফিল আপ করে তার সাথে দরকারি ডকুমেন্ট গুলিকে সাথে নিয়ে PDF বানাতে হবে। ঐ PDF ফাইলটি একটি ইমেলে সেন্ড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন করার ফর্মটি বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর সেটি সঠিকভাবে ফিল আপ করতে হবে।
আবেদন করার ফর্ম ফিল আপ করার পর সেটির সাথে দরকারি ডকুমেন্টগুলিকে একসাথে নিয়ে একটি PDF বানাতে হবে। ঐ পিডিএফ-টিকে নিচের দেওয়া ইমেলে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 06.06.2022 |
আবেদন শুরু | 06.06.2022 |
আবেদন শেষ | 21.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- NRDC তে বিভিন্ন পদে নিয়োগ
- অন স্টপ সেন্টারে কর্মী নিয়োগ
- বিভিন্ন পদে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি