ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre) অর্থাৎ BARC তে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে এখানে চার হাজারের মতো শূন্যপদ রয়েছে। দেশের সমস্ত যোগ্য মহিলা এবং পুরুষ এখানে আবেদন জানাতে পারেন। অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে দেওয়া হয়েছে।
নোটিশ নম্বর- 03/2023/BARC
নোটিশ প্রকাশের তারিখ – 23.04.2023
এখানে দুই ধরনের নিয়োগ করা হবে।
A. Direct Recruitment
এখানে মোট 3 ধরণের পদ রয়েছে।
1. টেকনিক্যাল অফিসার / Technical Officer/C
শূন্যপদ – 181 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা – সর্বোচ্চ 35 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম – লেভেল 10 হিসেবে বেতন দেওয়া হবে।
2. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant/B
শূন্যপদ – 7 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা – সর্বোচ্চ 30 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম – লেভেল 6 হিসেবে বেতন দেওয়া হবে।
3. টেকনিশিয়ান / Technician/B
শূন্যপদ – 24 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা – সর্বোচ্চ 25 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম – লেভেল 3 হিসেবে বেতন দেওয়া হবে।
B. Training Scheme (Stipendiary Trainee)
এখানে মোট 2 ধরণের পদ রয়েছে।
1. ক্যাটেগরি I / Category I
শূন্যপদ – 1216 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা – সর্বোচ্চ 24 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম – প্রথম ও দ্বিতীয় বছরে যথাক্রমে দেওয়া হবে 24,000 এবং 26,000 টাকা।
2. ক্যাটেগরি II / Category II
শূন্যপদ – 2946 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা – সর্বোচ্চ 22 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম – প্রথম ও দ্বিতীয় বছরে যথাক্রমে দেওয়া হবে 20,000 এবং 22,000 টাকা।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। বিশদভাবে জানতে নীচের লিঙ্কটি ক্লিক করে নোটিফিকেশনটি দেখুন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
https://barconlineexam.com ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
বিভিন্ন পদের জন্য প্রার্থীদের বিভিন্ন আবেদন মূল্য ধার্য করা হয়েছে। বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। তবে, SC, ST, Female, Ex-servicemen, PwD দের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন চলবে 22/05/2023 তারিখ পর্যন্ত।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন করুন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- উচ্চ মাধ্যমিক পাশে কৃষি বিজ্ঞান কেন্দ্রে চাকরি
- প্রাইমারির ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল
- পশ্চিমবঙ্গ সরকারের WBSETCL-এ চাকরি
- রাজ্যের মেডিক্যাল সার্ভিসে শতাধিক শূন্যপদে চাকরি