পশ্চিমবঙ্গের একটি স্কুলে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এবং বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। পুরুলিয়া জেলার ‘বর্তার সারদামনি মিশন (হাই স্কুল)’ এ নিয়োগটি করা হবে। রাজ্যের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরাই দরকারি যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে করতে পারবেন। তাহলে এইবার এই নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ন বিষয়গুলি একে একে জেনে নেওয়া যাক।
Bartar Saradamoni Mission Recruitment 2021
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher)
(2) হোস্টেল সুপারিনটেন্ডেন্ট (Hostel Superintendent)
নিয়োগের সম্পূর্ণ তথ্যঃ
(1) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার
যেসমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ হবে- গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ইংরেজি
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
বয়স- 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে অনার্স সহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed. এর কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- প্রতিটি বিষয়ে 1 টি করে শিক্ষক নেওয়া হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য মোট শুন্যপদ 4 টি।
(2) পদের নাম- হোস্টেল সুপারিনটেন্ডেন্ট
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
বয়স- 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা৩ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদ- 2 টি (একজন মহিলা এবং একজন পুরুষ)
মাধ্যমঃ বাংলা মাধ্যম (Bengali Medium)
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক কুয়ালিফিকেশন এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 প্রথমে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার একটি ফর্ম ডাউনলোড করতে হবে। (নিচের দেওয়া লিংকে ক্লিক করেও ফর্মটি ডাউনলোড করতে পারবেন)।
Step-2 ডাউনলোড করা ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 তারপর সঠিক তথ্য দিয়ে আবেদনকারীকে ফর্মটি ফিল আপ করতে হবে।
Step-4 ফিল আপ করা ঐ ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
Step-5 আবেদন করার ফর্মটি এবং ডকুমেন্ট গুলিকে একসঙ্গে নিয়ে একটি পিডিএফ (PDF) ফাইল বানাতে হবে।
Step-6 সবশেষে ঐ পিডিএফ (PDF) ফাইলটিকে বর্তার সারদামনি মিশন (হাই স্কুল) এর ইমেলে [email protected] পাঠাতে হবে।
আবেদন ফিঃ
100 টাকার আবেদন ফি বা এক্সামিনেশন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে ঐ স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে- BARTAR SARADAMONI MISSION, A/C No. 2263306864, IFSC:CBIN0282014, CENTRAL BANK OF INDIA, SINDRI CHASMORE BRANCH
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট এবং সার্টিফিকেট
(3) ভোটার কার্ড এবং আঁধার কার্ড
(4) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
(5) B.Ed. কোর্সের সার্টিফিকেট (শিক্ষক পদের ক্ষেত্রে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 01.12.2021 |
আবেদন শুরু | 08.12.2021 |
আবেদন শেষ | 15.12.2021 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।