পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বারুইপুর কলেজে অশিক্ষক কর্মী (Non Teaching Staff) নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে অ্যাকাউন্ট্যান্ট (Accountant) পদে। এক্ষেত্রে ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে।
কিভাবে আবেদন করতে হবে আমরা জানিয়ে দিয়েছি। আবেদন করার আগে আপনিও একবার জেনে নিয়ে তারপর আবেদন করবেন।
নোটিশ নম্বরঃ BC/01/Advt..(NTS-Acc.)/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 29.01.2022
পদের নামঃ অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
বেতনঃ সরকারি রেগুলেশন অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
- জেনারেল ক্যাটেগরিদের ক্ষেত্রে বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
- SC, ST শ্রেনিদের বয়স হতে হবে 45 বছরের মধ্যে।
- OBC এবং PH শ্রেনিদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 43 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগের স্থানঃ দক্ষিন ২৪ পরগণা জেলার রারুইপুর কলেজে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ নিম্নলিখিত কয়েকটি ধাপে নিয়োগ করা হবে-
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট
- ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়াঃ
বারুইপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংকে ক্লিক করার পর প্রার্থীকে তার সমস্ত তথ্য পূরন করতে হবে। সেইসাথে দরকারি কিছু ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে এবং শেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ 300 টাকা আবেদন ফি লাগবে। SC, ST এবং OBC শ্রেনির প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 29.01.2022 |
আবেদন শুরু | 29.01.2022 |
আবেদন শেষ | 16.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ বারুইপুর কলেজেরঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি
- রাজ্যে বেঞ্চ ক্লার্ক পদে কর্মী নিয়োগ
- দুর্গাপুর প্ল্যান্টে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসে ৮ হাজার টাকা