কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, ১৭ হাজার টাকা মাসিক বেতন

BCKV Course Facilitator Recruitment 2023

রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক হবে। আবেদন করতে চাইলে নিয়োগের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

নোটিশ নম্বর – DEE/100/

নোটিশ প্রকাশের তারিখ – 04.05.2023

যে পদে নিয়োগ হবে

কোর্স ফেসিলিটেটর (Course Facilitator) 

শূন্যপদ 

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের Agriculture/Horticulture তে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে, Agriculture এ গ্র্যাজুয়েট এবং 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য কত বয়স থাকতে হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। তবে ১৮ বছরের বেশি বয়স হলেই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। 

মাসিক বেতন 

চাকরির জন্য নির্বাচিত প্রার্থীকে মাসিক 17,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

নিয়োগের সময়সীমা

এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে। May 2023 থেকে February 2024 অবধি এখানে কাজ করতে হবে প্রার্থীকে।

আবেদন পদ্ধতি

এখানে আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। সাথে একটি পাতায় নিজের বায়োডাটা লিখে নিয়ে যেতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স এবং আসল কপি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান

Office of the Directorate of Extension Education, Bidhan Chandra Krishi Viswavidyalaya, Mohanpur, Nadia, West Bengal, Pin-741252.

ইন্টারভিউয়ের তারিখ

23 May 2023 তারিখে ইন্টারভিউ হবে। 

ইন্টারভিউয়ের সময় 

ইন্টারভিউ শুরু হবে সকাল 11:30 টার সময় থেকে। এই সময়ের পূর্বেই প্রার্থীদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleকলকাতার সায়েন্স সিটিতে চাকরি, ১৬ হাজার ৫০০ টাকা মাসিক বেতন | Kolkata Science City Trainee Recruitment
Next articleমাধ্যমিকের পর কি নিয়ে পড়লে ভালো হয়? আর্টস, সায়েন্স না আইটিআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here