BECIL DEO Recruitment 2024: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) সংস্থার তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার ডেভেলপার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৬ টি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে, যাদের সর্বভারতীয় কারিগরি শিক্ষা কাউন্সিলের অফিসে সরাসরি পোস্টিং দেওয়া হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে-মেয়ে উভয়প্রার্থী এখানে আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) |
পদের নাম | ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার ডেভেলপার সহ বিভিন্ন পদ |
শূন্যপদ | মোট ১৬ টি |
বেতন | পদের উপর নির্ভর করবে |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭/১১/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | becil.com |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- ডেটা এন্ট্রি অপারেটর (UG), গ্রাফিক্স ডিজাইনার, সিনিয়র ডেটা অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান ও সিনিয়র হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান।
শূন্যপদ- এখানে সব মিলিয়ে মোট ১৬টি শূন্যপদ রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
ডেটা এন্ট্রি অপারেটর (UG) | ১০ টি |
গ্রাফিক্স ডিজাইনার | ১ টি |
সিনিয়র ডেটা অ্যানালিস্ট | ১ টি |
নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর | ১ টি |
সফটওয়্যার ডেভেলপার | ১ টি |
হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান | ১ টি |
সিনিয়র হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচের বিস্তারিত আলোচনা করা হল-
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
ডেটা এন্ট্রি অপারেটর (UG) | ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ সহ ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ এবং হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার অভিজ্ঞতা লাগবে |
গ্রাফিক্স ডিজাইনার | ডিজাইন ফাইন্যান্স বা সমতুল্য কোন বিষয়ে ডিগ্রী লাগবে এবং ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা দরকার |
সিনিয়র ডেটা অ্যানালিস্ট | B.E./B.Tech or M.E./M.Tech সহ ৬ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন |
নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর | IT ইনফর্মেশন সাইন্স/ কম্পিউটার সাইন্স/ ইলেকট্রনিক্সে স্নাতক ডিগ্রী প্রয়োজন |
সফটওয়্যার ডেভেলপার | B.E./B.Tech ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন |
হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান | কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা সহ ৪ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন |
সিনিয়র হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান | কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সহ ৬ বছরের কাজের অভিজ্ঞতা অথবা B.Sc/ BCA সহ একই অভিজ্ঞতা প্রয়োজন |
বয়সসীমা ও মাসিক বেতন
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা এবং বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | বয়সসীমা | মাসিক বেতন |
ডেটা এন্ট্রি অপারেটর (UG) | সর্বোচ্চ ৩০ বছর | ৬০,০০০/- |
গ্রাফিক্স ডিজাইনার | সর্বোচ্চ ৪০ বছর | ১,৬০,০০০/- |
সিনিয়র ডেটা অ্যানালিস্ট | সর্বোচ্চ ৪০ বছর | ৬৯,০০০ – ৭০,০০০/- |
নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর | সর্বোচ্চ ৩০ বছর | ৬৬,০০০/- |
সফটওয়্যার ডেভেলপার | সর্বোচ্চ ৩০ বছর | ৩৩,০০০ – ৪০,০০০/- |
হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান | সর্বোচ্চ ২৫ বছর | ৫৭,০০০/- |
সিনিয়র হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান | সর্বোচ্চ ৩০ বছর | দিল্লীর NCT নিয়ম অনুযায়ী |
নিয়োগ প্রক্রিয়া
এখানে BECIL-এর নির্ধারিত নিয়ম ও প্রয়োজনীয়তা অনুসারী প্রার্থীদের নির্বাচন করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট নেওয়া হবে না।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একটি খামে ভর্তি করতে হবে। এরপর খামটি স্পিড পোস্টের মাধ্যমে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা
Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- জন্ম তারিখের প্রমাণপত্র,
- কাস্ট সার্টিফিকেট,
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র,
- প্যান কার্ডের জেরক্স,
- আধার কার্ডের জেরক্স,
আরও আপডেটঃ কেন্দ্রীয় সিল্ক বোর্ডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৫,৪০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন
আবেদন ফি
সাধারণ/ OBC /প্রাক্তন-সৈনিক/ মহিলা- ৫৯০/- টাকা
SC/ ST/ EWS/ PwBD- ২৯৫/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ- ২৫শে অক্টোবর, ২০২৪
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০৭ই নভেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনপত্র- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now