BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED বা সংক্ষেপে BECIL এর তরফে একটি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) তে চুক্তি ভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে শূন্যপদের সংখ্যাও রয়েছে প্রচুর। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নোটিশ নং- BECIL/HRMS/DDA/Advt.2023/343
নোটিশ প্রকাশ- 10.07.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট / Field Assistant
শূন্যপদ
এখানে মোট 250 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
(1) এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে থাকতে হবে।
(2) হিন্দি ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে।
(3) কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
(4) অবশ্যই Delhi/NCR এর বাসিন্দা হতে হবে।
বয়সসীমা
এই পদের জন্য 21 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
এই পদের জন্য প্রার্থীদের মাসিক 22,744 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে। লোকাল এবং অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.becil.com এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদনের তারিখ
20 জুলাই , 2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের DVC তে চাকরি, 56 হাজার 100 টাকা মাসিক বেতন
- পঞ্চায়েত ভোট মিটতেই রাজ্যে নিয়োগের তোড়জোড়
- মাসিক বেতন 50 হাজার টাকায় রাজ্যের পৌরসভায় চাকরি
- IBPS এর মাধ্যমে 4545 টি ক্লার্ক পদে নিয়োগ