BECIL এ ইনোভেশন ফেলো সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

BECIL Innovation Fellow Recruitment 2023

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে 39 টি শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন করতে হবে অনলাইনে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। চাকরি পাওয়া কর্মীদের পোস্টিং দেওয়া হবে All India Council for Technical Education (AICTE)তে।

এই নিয়োগ এক বছরের চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- BECIL/HRMS/AICTE/Advt.2023/378

নোটিশ তারিখ- 19.09.2023

যে পদে নিয়োগ করা হবে

1. Manager & Technology Transfer

মোট শূন্যপদ- এখানে 13 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- যে কোনো বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং অথবা M. Sc পাশ করার পাশাপাশি 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 1,25,000 টাকা বেতন হিসেবে পাবেন।

2. Dy. Manager –Innovation Development

শূন্যপদ- মোট 13 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য যে কোনো বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং অথবা M. Sc পাশ করার পাশাপাশি 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বেতনক্রম- মাসিক 1,00,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. Innovation Fellow

মোট শূন্যপদ- এখানে মোট 13 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- যে কোন বিষয়ে B.E/B.Tech/Msc/MBA নিয়ে পাশ করার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম- মাসিক 70,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

এখানে স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। BECIL এর তরফে যোগ্য প্রার্থীদের মেল বা মেসেজ করে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। www.becil.com. এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, Women এবং OBC দের 885 টাকা এবং বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

09.10.2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের জেলা শাসকের অফিসে চাকরির বিজ্ঞপ্তি, শীঘ্রই আবেদন করুন

👉 SAI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

👉 ভারত সরকারের বাণিজ্য বিভাগে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্য সড়ক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি

👉 AIIMS এ গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

Previous articleরাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের মেধাতালিকা বাতিল! স্যাটের বিরুদ্ধে রায় হাইকোর্টের
Next articleরাজ্যে স্কুলে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং শিক্ষক নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here