BECIL সংস্থায় 30 হাজার টাকা বেতনের চাকরি, নিজের রাজ্যেই চাকরির পোস্টিং

BECIL Kolkata Staff Nurse Recruitment

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED বা সংক্ষেপে BECIL এর তরফে অনেকগুলো শূন্যপদে নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পোস্টিং দেওয়া হবে রাজ্যের চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যানসার হাসপাতাল, কলকাতাতে। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য তাই এটি নিঃসন্দেহে একটি বড়ো খবর। নিয়োগের সমস্ত তথ্য একে একে জেনে নিন।

নোটিশ নম্বর- BECIL/MR-Project/1/CNCI/Advt.2023/308

নোটিশ প্রকাশের তারিখ- 18.04.2023 

যে পদে নিয়োগ করা হবে

স্টাফ নার্স (Staff Nurse) 

শূন্যপদ

এখানে মোট 65 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

প্রার্থীদের GNM ডিগ্রি থাকতে হবে। তবে BSc./MSc Nursing ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে। ফ্রেশার্সরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এই পদের জন্য কোনো বয়সসীমা রাখা হয়নি।

বেতনক্রম

মাসিক 30,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লোকাল এবং অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগের স্থান

Office of Chittranjan National Cancer Institute (CNCI), Kolkata. 

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.becil.com ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR এবং OBC দের 885 টাকা এবং বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

08.05.2023 তারিখের মধ্যে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇