BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে অফিস অ্যাটেনডেন্ট (Office Attendant) সহ বিভিন্ন পদের চাকরির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভারতবর্ষের অন্তর্গত সমস্ত নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করতে হবে।
নিচের প্রতিবেদনে এখানে আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয় অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা, শূন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
BECIL Office Attendant and Others Post Recruitment
নোটিশ নম্বরঃ BECIL/MR-Project-1/NSIC/Advt.2022/200
নোটিশ প্রকাশের তারিখঃ 30.09.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ অফিস অ্যাটেনডেন্ট (Office Attendant)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 17,537 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 লোকাল ভাষায় কথা বলতে দক্ষ থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর সর্বনিম্ন বয়স 21 হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 12 টি।
(2) পদের নামঃ ই ট্রেন্ডিং প্রফেশনাল (E Trending Professional)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E/B.Tech বা MBA পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 50 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 12 টি।
(3) পদের নামঃ ফাইনান্সিয়াল প্রফেশনাল (Financial Professional)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBA বা ICWA বা B.Com পাশ করে থাকতে হবে এবং ব্যাংকিং সেক্টরের নলেজ থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 50 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 12 টি।
আবেদন পদ্ধতিঃ
আগেই বলা হয়েছে BECIL অন্তর্গত এই সমস্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.becil.com এ গিয়ে আবেদন করতে হবে।
সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘Career Section’ এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করে বিজ্ঞপ্তি নম্বরটি সিলেক্ট করতে হবে।
এরপরে নাম, ঠিকানা, ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্র পূরণ করার সময় ছবি, নিজের সিগনেচার সহ আরো অন্যান্য দরকারি নথিপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
এরপরে অনলাইন মোডে আবেদন ফি জমা করতে হবে এবং সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
উপরিউক্ত সমস্ত পদের ক্ষেত্রে জেনারেল প্রার্থী, মহিলা প্রার্থী ও OBC প্রার্থীদের ক্ষেত্রে 885 টাকা এবং SC/ST/PH প্রার্থীদের ক্ষেত্রে 531 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 30.09.2022 |
আবেদন শুরু | 30.09.2022 |
আবেদন শেষ | 21.10.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 আঁধার (UIDAI) দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
🎯 ভারত পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ