কেন্দ্রীয় সরকার এর দ্বারা পরিচালিত সংস্থা BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে সুপারভাইজার (Supervisor) সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকের প্রতিবেদনে সেই নিয়োগের তথ্যই বিস্তারিত আলোচনা করা হবে।
এখানে ভারত সহ পশ্চিমবঙ্গ জেলার যেকোনো প্রান্ত থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি BECIL এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
এক্ষেত্রে সুপারভাইজার সহ আর কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, পদ অনুযায়ী বেতন, বয়সসীমা, পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
BECIL Supervisor Recruitment 2023
নোটিশ নম্বরঃ BECIL/AAICLAS/Advt.2023/258
নোটিশ প্রকাশের তারিখঃ 20.01.2023
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
BECIL-এ সুপারভাউজার সহ বিভিন্ন পোষ্টে নিয়োগের তথ্য (BECIL Supervisor Recruitment Details)
(1) পদের নামঃ সুপারভাইজার (Supervisor)
বেতনঃ এই পদের প্রতিমাসে 22,516 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(2) পদের নামঃ সিনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট (Senior Account Assistant)
বেতনঃ এই পদের প্রতি মাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে ব্যাচেলার ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ এক্সিকিউটিভ HR (Executive HR)
বেতনঃ এই পদের প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBA পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 37 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(4) পদের নামঃ ফর্ক লিফট অপারেটর (Forklift Operator)
বেতনঃ এই পদের প্রতিমাসে 17,446 থেকে 20,488 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং লিফট অপারেটিং এ ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(5) পদের নামঃ হ্যান্ডিম্যান বা লোডার (Handyman or Loader)
বেতনঃ এই পদের প্রতিমাসে 18,486 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 9 টি।
আবেদন পদ্ধতি
BECIL থেকে প্রকাশিত উপরের সমস্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।
নিচের দেওয়া কয়েকটি স্টেপ ফলো করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে-
Step 1: Select Advertisement Number
Step 2: Enter Basic Details
Step 3: Enter Education Details/Work Experience
Step 4: Upload scanned Photo, Signature, Birth Certificate/ 10th Certificate, Caste Certificate
Step 5: Application Preview or Modify
Step 6: Payment Online Mode (via credit card, Debit card, net banking, UPI etc.)
Step 7: Email your scanned documents to the Email Id mentioned in the last page of application form.
আবেদন ফি
জেনারেল/OBC/Ex Serviceman ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 885 টাকা এবং SC/ST/EWS/PH প্রার্থীদের ক্ষেত্রে 535 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 20.01.2023 |
আবেদন শুরু | 20.01.2023 |
আবেদন শেষ | 27.01.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ-Download
✅ আবেদন করার লিংক- Apply Now
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে NHM এর অধীনে অনেকগুলি পোস্টে চাকরি
🎯 রাজ্যের নার্সিং কাউন্সিলে গ্রুপ-ডি চাকরি
🎯 রাজ্যের হলদিয়া পেট্রোকেমিক্যালে কর্মী নিয়োগ