কেন্দ্রীয় সরকারের BEML লিমিটেডে চাকরি! গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি | BEML Limited Group A, B, C Recruitment

BEM Limited Group A, B, C Recruitment

BEML হল একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যারা রেলের যন্ত্রাংশ তৈরি করে থাকে। এখানে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারত সরকার দ্বারা পরিচালিত হওয়ায় এখানে চাকরি পেলে কেন্দ্রীয় হারেই মাসিক বেতন পাওয়া যাবে। 

BEML Limited Recruitment

BEML লিমিটেডে গ্রুপ-এ, বি এবং সি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের যাবতীয় তথ্য ভালো করে জানুন। তারপর নির্দিস্ট পদের জন্য আবেদন করুন। 

পদের নাম এবং শূন্যপদ

গ্রুপ এ (Group-A)

1. পদের নাম- ম্যানেজার / Manager (Finance, Quality, Testing & Commissioning, Materials Management)

শূন্যপদ – 8 টি।

2. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Legal)

শূন্যপদ – 1 টি।

3. পদের নাম- অফিসার / Officer (Testing & Commissioning, Corporate Communications, Industrial Safety, Human Resource, Official Language, Materials Management)

শূন্যপদ – 10 টি।

গ্রপ বি (Group-B)

1. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট অফিসার / Assistant Officer (Human Resource, Maintenance – Mechanical, Maintenance – Electrical 2, Maintenance – Civil)

শূন্যপদ – 9 টি।

গ্রুপ সি (Group-C)

1. পদের নাম- ডিপ্লোমা ট্রেনি /Diploma Trainees (Mechanical, Electrical, Electronics,  Civil, Tool & Die making, Chemist)

শূন্যপদ – 34 টি।

2. পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি / Office Assistant Trainees

শূন্যপদ – 4 টি।

3. পদের নাম- অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনি / Accounts Assistant Trainees

শূন্যপদ – 2 টি।

শিক্ষাগত যোগ্যতা

এখানে মোট 23 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 32 বছর বয়স থেকে সর্বোচ্চ 39 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। সংরক্ষিত শ্রেনিরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়া পাবেন। 

বেতন এর পরিমান

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 16,900 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.bemlindia.in. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন করার অফিসিয়াল লিঙ্ক আবেদনকারীদের সুবিধার জন্য নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করে সহজেই আবেদন করতে পারবেন। 

আবেদন ফি

কেবলমাত্র প্রার্থীদের 500 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে। অন্যান্য প্রার্থীদের আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। 

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে – 1-May-2023 তারিখের সন্ধ্যে 6 টায় অথবা 18.00 hours এ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇