ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) কোম্পানিতে গ্রুপ-সি পদে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
1. ডিপ্লোমা ট্রেনি / Diploma Trainee (Mechanical, Electrical, Civil)
শূন্যপদ- এখানে বিভাগ অনুসারে যথাক্রমে 52,27 এবং 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে 60% নম্বর সহ ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 29 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।
বেতন- মাসিক 23,910 – 85,570 টাকা বেতন দেওয়া হবে।
2. ITI ট্রেনি (Machinist, Turner)
শূন্যপদ- এখানে বিভাগ অনুসারে যথাক্রমে 16 এবং 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 29 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।
বেতন- মাসিক 16,900 – 60,650 টাকা বেতন দেওয়া হবে।
3. ট্রেনি নার্স / Trainee Nurse
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নার্সিং এ ডিগ্রী অথবা ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।
বেতন- মাসিক 18,780 – 67,390 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য www.bemlindia.in. ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করে নিজেদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। নথি, ছবি, স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে ফর্মটি।
আবেদনের সময়সীমা
18/10/2023 তারিখে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ইউনিভার্সিটিতে গ্রুপ-সি সহ বিভিন্ন পোস্টে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 NBEMS এ গ্রুপ-A, B, C পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 Food SI Exam Date: ফুড SI পরীক্ষা কবে হবে? জানা গেল সম্ভাব্য তারিখ