ভারত ইলেকট্রনিক্স সংস্থায় প্রবেশনারি ইঞ্জিনিয়ার এবং প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে শতাধিক শূন্যপদ রয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 17556/HR/All-India
নোটিশ প্রকাশের তারিখ- 04.10.2023
যে পদে নিয়োগ করা হবে
1. প্রবেশনারি ইঞ্জিনিয়ার / Probationary Engineer
শূন্যপদ- 205 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Electronics and Communication অথবা Mechanical অথবা Computer Science এ B.E / B.Tech ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 25 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে।
2. প্রবেশনারি অফিসার / Probationary Officer (HR)
শূন্যপদ- 12 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- MBA/MSW/PG ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 25 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে।
3. প্রবেশনারি অ্যাকাউন্টস / Probationary Accounts
শূন্যপদ- 15 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- CA/CMA Final ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেসড পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
ভারত ইলেকট্রনিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রার্থীদের। তারপর একে একে সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি পূরণ করতে হবে। সবশেষে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
আবেদনকারী প্রার্থীদের 1180 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
28/10/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 প্রধানমন্ত্রী লাইব্রেরীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 ৫ হাজার শূন্যপদে WBPSC এর মাধ্যমে ক্লার্কশিপ এর চাকরি, শুরু হলো নিয়োগের প্রস্তুতি
👉 রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন