ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে পাঁচ ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
1. জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (Engineering)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা- 29 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ / Associate Executive (Engineering)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা- 29 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B. Tech / B.E./ B. Sc (Engg) পাশ করে থাকতে হবে। সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- এই পদের জন্য প্রার্থীদের মাসিক টাকা 40,000 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।
3. জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (Accounts)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা- 30 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Inter CA/ Inter CMA + গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
4. জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (Quality Assurance)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা- 29 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B. Sc (Chemistry) পাশ করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
5. অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ / Associate Executive (Human Resources)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের MBA (HR) / MA (PM&IR) / Post-Graduate Diploma in HR / PM&IR / MMS (HR/ Personnel) পাশ করে থাকতে হবে। সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- এই পদের জন্য প্রার্থীদের মাসিক টাকা 40,000 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://www.bharatpetroleum.in এ গিয়ে Careers → Job Opportunities অপশনে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
কেবলমাত্র UR, OBC-NCL, EWS প্রার্থীদের 590 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদনের শেষ দিন 30/09/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে WBSHFWS এ কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 32 হাজার টাকা
👉 মাধ্যমিক পাশে ডিফেন্স কলেজে গ্রুপ-C চাকরির বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি আবেদন করুন
👉 কলকাতায় সরকারি জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 35 হাজার টাকা
👉 মাধ্যমিক পাশে 362 টি শূন্যপদে ভারতীয় নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 18 হাজার টাকা