হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর অধীনে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (Bharat Heavy Electric Limited- BHEL) এর তরফ থেকে সম্প্রতি বিপুল সংখ্যক শূন্যপদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট সহ বিভিন্ন ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে।
সমগ্র ভারতীয় অর্থাৎ রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। অনলাইনে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগের বিস্তারিত বিবরণ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়সসীমা কত হতে হবে, প্রতি মাসে স্টাইপেন্ড কত দেওয়া হবে, প্রশিক্ষণের সময়কাল, নিয়োগ পদ্ধতি কেমন হবে ইত্যাদি তথ্য নিচে পরপর আলোচনা করা হলো।
BHEL Recruitment Notice 2022
নোটিশ নম্বরঃ TP:HR:R:AA109
নোটিশ প্রকাশের তারিখঃ 24.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice)
ট্রেডের নাম এবং ট্রেড অনুযায়ী শূন্যপদঃ
- Fitter – 186
- Welder – 120
- Electrician – 34
- Turner – 14
- Machinist – 14
- Mechanic R & AC – 6
- Carpenter – 4
- Mechanic Motor Vehicle – 4
- Plumber – 2
মোট শূন্যপদঃ বিভিন্ন ট্রেডে মোট 370 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বেতন/স্টাইপেন্ডঃ
এখানে প্রতিমাসে 7700 থেকে 8050 টাকা প্রতিমাসে স্টাইপেন্ড বা বেতন হিসেবে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রতিটি পদের জন্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং NCVT/SCVT দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2019, 2022 ও 2021 সালে নির্দিষ্ট ট্রেডের ITI কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।
বয়সসীমাঃ
01.08.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC,ST শ্রেণির প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC শ্রেণির প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
ট্রেনিং এর সময়কালঃ
1 বছর ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের অ্যাসেসমেন্ট টেস্ট এর উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতিঃ
(1) এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
(2) নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট apprenticeshipindia.gov.in এ গিয়ে আবেদন করতে হবে।
(3) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের বৈধ ইমেইল আইডি কিংবা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
(4) রেজিস্টার সম্পূর্ণ হলে পুনরায় লগইন করে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
(5) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(6) সবশেষে আবেদন ফি জমা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি
- আবেদনকারী স্বাক্ষর
- মাধ্যমিকের মার্কশীট
- অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 24.08.2022 |
আবেদন শুরু | 25.08.2022 |
আবেদন শেষ | 07.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক কর্মী নিয়োগ