ফুড SI নিয়ে বিরাট জয় রাজ্যের, ৩০২৪ জন চাকরিপ্রার্থীর স্বস্তি মিলল

Big win for food SI in the state, 3024 job aspirants get relief

রাজ্যর ফুড ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে বড়ো জয় রাজ্যের। ফুড এসআই (WB Food SI) নিয়োগের মামলার রায়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিল। এর ফলে নতুন করে কোনো প্যানেল তৈরীর প্রয়োজন নেই আর।

প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ ও সংরক্ষিত আসনে মোট 3024 জন প্রার্থীকে ফুড ইনস্পেক্টর হিসেবে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর প্রেক্ষিতে কয়েক জন প্রার্থী স্যাট-এ মামলা করে অভিযোগ জানান যে, নিয়োগের ক্ষেত্রে প্রভূত বেনিয়ম হয়েছে।

এর কারণ হিসেবে ওই প্রার্থীরা তুলে ধরেন যে, নিয়োগের সময় সাধারণ আসনে সংরক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। স্যাটের তরফে সেই অভিযোগকে মান্যতা দিয়ে নিয়োগের প্যানেলটি রিভিউ করে পুনরায় নতুন প্যানেল তৈরীর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। স্যাটের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে রাজ্য সরকার।

এই মামলার রায় গতকাল ১৫ সেপ্টেম্বর দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সংরক্ষিত কোটায় চাকরির ক্ষেত্রে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন কোনও বাড়তি সুযোগ দেয়নি। ফলত, সাধারণ কোটা ও সংরক্ষিত আসনে যেভাবে প্রার্থীরা চাকরি করছেন, সেখানে আদালত কোনো রকম হস্তক্ষেপ করবে না।

হাইকোর্টের এই রায়ের ফলে স্যাট-এর নির্দেশ কার্যত খারিজ হয়ে গেল। এর ফলে আবারও নতুন করে কোনো প্যানেল তৈরির দরকার পড়বে না। হাইকোর্টের নির্দেশের ফলে 2018 সালে চাকরি পাওয়া 3024 জন প্রার্থী স্বস্তি পেলেন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি

👉 মাধ্যমিক পাশে ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে চাকরি

👉 রাজ্যে ৩৬ হাজার অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগের আপডেট, অষ্টম শ্রেনি ও মাধ্যমিক পাশে মিলবে চাকরি

👉 রাজ্যে সরকারি কোচিং সেন্টারে টিচিং পদে বিভিন্ন ফ্যাকাল্টিতে চাকরি

👉 প্রাইমারি শিক্ষক নিয়োগে আর সমস্যা থাকবে না! পর্ষদ সভাপতির মন্তব্যে আশার আলো

Previous articleউচ্চ মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 29 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে | Forest Recruitment 2023
Next articleরাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | University Non Teaching Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here