রাজ্যের BITM মিউজিয়ামে নিয়োগ, গ্রুপ-C অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে চাকরি

BITM Group C Office Assistant and others Post Recruitment

পশ্চিমবঙ্গের BITM মিউজিয়ামে গ্রুপ-C অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে চাকরির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রাজ্যের কলকাতা সহ ডিএসসি, দিঘা/এনবিএসসি, শিলিগুড়ি এবং ডিএসসি, পুরুলিয়ার মিউজিয়ামে চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

রাজ্যের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

নোটিশ নং – 3/2023 Contractual/2023

নোটিশ প্রকাশ – 28.05.2023

1. পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট / Office Assistant

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে টাইপিং দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা – 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – প্রার্থীদের মাসিক 31,336 টাকা বেতন দেওয়া হবে।

2. পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical Assistant ‘A’ (Electronics)

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের Electronics Engineering এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমা – 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – প্রার্থীদের মাসিক 54,460 টাকা বেতন দেওয়া হবে।

3. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট এডুকেশন / Education Assistant ‘A’

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের B.Sc গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে। ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় থাকতে হবে জ্ঞানও।

বয়সসীমা – 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – প্রার্থীদের মাসিক 46,648/ টাকা বেতন দেওয়া হবে।

4. পদের নাম- টেকনিশিয়ান / Technician ‘A’

শূন্যপদ – 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক এবং টেকনিশিয়ান নিয়ে ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – প্রার্থীদের মাসিক 31,336 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতি সম্পর্কে সঠিক কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.bitm.gov.in/recruitment. এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

বি:দ্র: আবেদনকারীদের আবেদন করার সুবিধার জন্য আবেদনের অফিসিয়াল লিংক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করে খুব সহজেই আবেদন করা যাবে। 

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 1020 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। Women/ SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা

28 জুন, 2023 এখানে আবেদন করার শেষ দিন। তবে অনলাইনে আবেদন মূল্য জমা দেওয়ার শেষ দিন 30 জুন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleইন্ডিয়ান রেলের IRCTC-তে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে | IRCTC Recruitment Notice 2023
Next articleরাজ্যের খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here