রাজ্যের মিউজিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ- 29,200 টাকা প্রতি মাসে বেতন

BITM Museum Kolkata Recruitment

রাজ্যের মিউজিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে-মেয়ে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। কোলকাতার বিড়লা ইনডাসট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম থেকে এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

আপনাকে জানিয়ে রাখি, এই মিউজিয়ামটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার-এর অধীনে পরিচালিত হয়। তাই এটিকে কেন্দ্র সরকারের চাকরি বলা যেতে পারে।

এইবার আমরা এক এক করে জেনে নেবো- ঠিক কি কি পদে মিউজিয়ামে নিয়োগ করা হবে, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুন্যপদ কয়টি আছে এবং ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে ইত্যাদি বিষয়ে। 

BITM Museum Kolkata Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ  4/2022

নিয়োগের তথ্য (Recruitment Details)

(1) পদের নাম- এডুকেশন অ্যাসিস্ট্যান্ট (Education Assistant ‘A’)

বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা। (বেসিক পে- 29,200 টাকা)

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। কেমিস্ট্রি এবং Chemistry, Mathematics, Electronics, Computer Science, Astronomy, Geology and Statistics এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটি বিষয় কম্বিনেশন বিষয় হিসেবে থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি 

(2) পদের নাম- এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট (Exhibition Assistant ‘A’)

বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা। (বেসিক পে- 29,200 টাকা)

শিক্ষাগত যোগ্যতা- ভিজুয়াল আর্টস/ ফাইন আর্টস/ কমার্সিয়াল আর্টস -এই বিষয় গুলির মধ্যে যেকোনো একটিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি

(3) পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( Technical Assistant ‘A’)

বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা। (বেসিক পে- 29,200 টাকা)

শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি

(4) পদের নাম- টেকনিশিয়ান (Technician ‘A’) 

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা। (বেসিক পে- 19,900 টাকা)

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে। 

শুন্যপদ- 6 টি

বয়সসীমাঃ 

প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 – 35 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 13.06.2022 তারিখ অনুযায়ী। 

আবেদন প্রক্রিয়াঃ  

বিড়লা ইনডাসট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম (BITM) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিদিনকার মতো আজকেও আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।

আবেদন করার লিংকে ক্লিক করলে আবেদন করার পেজ খুলে যাবে। সেখানে দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন করার সময় দরকারি কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। 

আবেদন ফিঃ 

আবেদন করার জন্য অনলাইন আবেদন ফি লাগবে 200 টাকা। SC, ST, PwD, Ex Servicemen এবং মহিলা আবেদনকারীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। 

অনলাইনে BHIM UPI, Net Banking or by using Visa, Mastercard, Maestro, RuPay Credit or Debit card এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  26.05.2022
আবেদন শুরু  26.05.2022
আবেদন শেষ 16.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-