পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নতুন নতুন চাকরির আপডেট প্রকাশিত হচ্ছে। যদিও সেই সমস্ত বেশিরভাগ নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা কম। তবুও সেগুলোর আপডেট আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি। একই রকমভাবে রাজ্যের একটি জেলায় ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।
এই চাকরিটির জন্য লিখিত কোন পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে চাকরি দেওয়া হবে।
আজকের এই প্রতিবেদনে পূর্ব বর্ধমান জেলায় হওয়া এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।ইন্টারভিউ কোথায় এবং কবে হবে, বয়সসীমা কত লাগবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত তথ্য নিচে থেকে দেখে নিন।
Block Level Assistant Accountant Recruitment
পদের নাম: ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট একাউন্ট (Block Level Assistant Account)
বেতন: প্রতিমাসে 11,000 টাকা।
বয়সসীমা: উক্ত পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 65 বছরের কম থাকতে হবে। নোটিশ প্রকাশের তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটারের জ্ঞান এবং ট্যালির (Tally) কাজের নলেজ থাকতে হবে। সেই সঙ্গে যে কোন প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষায় নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের তারিখ: 03 নভেম্বর 2022
ইন্টারভিউয়ের সময়: সকাল ১১ টার সময় থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউয়ের স্থান: Chamber of the Block Development Officer, Khandaghosh Development Block, Purba Bardhaman.
আবেদন প্রক্রিয়া:
অফিসিয়াল বিজ্ঞপ্তির একেবারে শেষের পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। ওই ফর্মটি ফিলাপ করে জমা করতে হবে।
তাই প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনকারীকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তি ডাউনলোড করার পর তাতে থাকা আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে।
প্রিন্ট করা হলে ফর্মটি সঠিক তথ্য যেমন- নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, বয়স ইত্যাদি তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
পূরণ করা ফর্মের সাথে দরকারী কিছু ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে সমস্ত কাগজগুলিকে একটি খামের মধ্যে ভরতে হবে।
সবশেষে আবেদনপত্র সহ ওই খামটিকে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত ভালোভাবে জানার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
To, The Block Development Officer, Khandaghosh Development Block, Sagrai, Purba Bardwan.
আবেদনের শেষ তারিখ: 28 অক্টোবর 2022
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥আরো চাকরির আপডেট 👇👇
🎯 ২০১৪ এর টেট পাশেদের আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার
🎯 25 হাজার টাকা বেতনে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে নিয়োগ
🎯 অনেক রকমের পদে দীর্ঘদিন পর ফুড সেফটি অফিসে চাকরি