পশ্চিমবঙ্গের ব্লক অফিসে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ শুরু হল। প্রথমেই জানিয়ে রাখা ভালো কন্যাশ্রী প্রকল্পে তিন বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগ করা হবে। ঠিক কারা আবেদন করতে পারবে, শুন্যপদের সংখ্যা কয়টি, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে জেনে নিন।
নোটিশ নম্বরঃ 55/SW- Hug
নোটিশ প্রকাশের তারিখঃ 28.01.2022
পদের নামঃ ডাটা ম্যানেজার (Data Manager)
বেতনঃ প্রতি মাসে 11 হাজার টাকা
বয়সসীমাঃ 01 ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকতে হবে। সেইসাথে কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে পারতে হবে।
বিশেষ যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে অবশ্যই হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বাসিন্দা হতে হবে।
শুন্যপদঃ 1 টি
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল। ৩ বছরের জন্য কাজে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ হুগলি জেলার পান্ডুয়া ব্লকে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
নিচের দেওয়া কয়েকটি ধাপে প্রার্থী বাছাই করে উক্ত পদে কর্মী নিয়োগ করা হবে-
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার টেস্ট
- ইন্টারভিউ
পরীক্ষার সিলেবাসঃ
আবেদন প্রক্রিয়াঃ
হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। ইতিমধ্যে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। যা 20 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত চলবে। (নিচে আবেদন করার লিংক দেওয়া আছে)।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 28.01.2022 |
আবেদন শুরু | 01.02.2022 |
আবেদন শেষ | 20.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-