ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Bharat Petroleum Corporation Limited- BPCL)-এর তরফ থেকে অ্যাপ্রেনটিস নিয়োগ (BPCL Apprentice Recruitment) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছ। অ্যাপ্রেনটিস আন্ডার অ্যাপ্রেনটিসেস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট 1973 এর আওতায় এই বিজ্ঞপ্তি জারি হলো।
বিভিন্ন ট্রেডে একশোর বেশি শূন্যপদে এই নিয়োগ করানো হবে। প্রার্থীদের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন বা স্টাইপেন্ড দেওয়া হবে।
এখন দেখার বিষয় হচ্ছে এই অ্যাপ্রেনটিস প্রোগ্রামে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, মোট শুন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে। এই সমস্ত বিষয়গুলি আজকে জানতে পারবেন। নিচের তথ্য গুলি ভালোভাবে পড়লে বিস্তারিত জেনে যাবেন।
BPCL Apprentice Recruitment 2022
পদের নাম:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (Graduate Apprentice)
বেতন/স্টাইপেন্ড:
ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 25,000 টাকা দেওয়া হবে।
বয়সসীমা:
01.09.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর জন্ম 01.09.1995 থেকে 01.09.2004 তারিখের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ভারত সরকার অনুমোদিত যেকোনো স্বীকৃতপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 60% নম্বর পেয়ে নির্দিষ্ট বিষয়ে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে।
শূন্যপদ:
মোট 102 টি শূন্যপদে এই গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে।
ট্রেডের নাম এবং ট্রেড অনুযায়ী শুন্যপদ
(1) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- 31
(2) সিভিল ইঞ্জিনিয়ারিং- 8
(3) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- 9
(4) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- 5
(5) সেফটি ইঞ্জিনিয়ারিং/ সেফটি অ্যান্ড ফায়ার- 10
(6) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- 28
(7) ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং- 9
(8) মেটাললার্জি ইঞ্জিনিয়ারিং- 2
ট্রেনিং এর সময়সীমা:
1 বছর সময় ধরে ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে।
ট্রেনিং এর স্থান:
BPCL Kochi Refinery, Ambalamughal, Kochi.
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের প্রার্থীদের আবেদনপত্র প্রথমে স্ক্রুটিনি করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের শর্টলিষ্ট করা হবে। এদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে যারা পাশ তাদেকেই নির্দিষ্ট ট্রেডে নিয়োগ করা হবে।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ (Official Notice) এই অ্যাপ্রেনটিস নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত ভালো করে জেনে নিতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
দুটি স্টেপের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। Step-1 এবং Step-2
Step-1
- www.mhrdnats.gov.in এই ওয়েবসাইট ওপেন করতে হবে।
- Enroll লেখার উপর ক্লিক করতে হবে।
- অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে।
- একটি এনরলমেন্ট নম্বর জেনারেট হবে।
Step-2
- লগ ইন করতে হবে।
- Establishment লেখার উপর ক্লিক করতে হবে।
- Find Establishment Name লেখার উপর ক্লিক করতে হবে।
- Resume আপলোড করতে হবে।
- ‘Bharat Petroleum Corporation Ltd, Kochi Refinery’ লিখে সার্চ করতে হবে।
- Apply লেখার উপর ক্লিক করতে হবে।
আবেদন ফি:
অফিসিয়াল নোটিশে আবেদন ফি-র বিষয়ে কিছু বলা নেই। তাই এর জন্য আবেদন করতে টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 24.08.2022 |
আবেদন শুরু | 26.08.2022 |
আবেদন শেষ | 08.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কনস্টেবল চাকরির বয়সসীমা বাড়লো নতুন ঘোষনা মুখ্যমন্ত্রীর