সবার কাছে পরিচিত BPCL বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ যা ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে নিয়ন্ত্রিত হয়।
এই অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে সব থেকে ভালো বিষয় হলো প্রশিক্ষণ চলাকালীনই প্রার্থীদের মাসিক 18,000 টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। ভারতবর্ষের সমস্ত নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন করতে পারবে।
সম্প্রতি প্রকাশিত BPCL অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা, মোট শূন্যপদ নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে একে একে আলোচনা করা হলো।
BPCL Apprentice Recruitment Notification
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice)
স্টাইপেন্ডঃ প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের প্রতিমাসে 18,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে কমপক্ষে 60 % নম্বর সহ ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ 01.10.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ এখানে সর্বমোট 57 টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবেঃ
- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং & ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স & ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি
প্রশিক্ষণের সময়কালঃ
এখানে প্রার্থীদের 12 মাস অর্থাৎ সম্পূর্ণ 1 বছর ট্রেনিং দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ
উপরিউক্ত সমস্ত ডিসিপ্লিনের অন্তর্গত অ্যাপ্রেন্টিস পদগুলির ক্ষেত্রে একাডেমিক বছরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতিঃ
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
সবার প্রথমে, Enroll লেখার উপর ক্লিক করতে হবে।
তারপরে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি এনরোলমেন্ট নাম্বার জেনারেট করতে হবে।
তারপরে লগইন করে Establishment Menu তে ক্লিক করতে হবে।
তারপরে নিজের Resume আপলোড করতে হবে এবং Establishment Name নির্বাচন করতে হবে।
সবশেষে সব কিছু একবার ভালো করে মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 29.09.2022 |
আবেদন শুরু | 29.09.2022 |
আবেদন শেষ | 15.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের পরিবার কল্যাণ সমিতিতে চাকরি
🎯 মাধ্যমিক পাশে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ